
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ সম্প্রতি নিজের বিরুদ্ধে ওঠা মারধর ও হুমকির অভিযোগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি মুখ খুলেছেন। সোমবার বিকেলে দেওয়া একটি পোস্টে তাসকিন অভিযোগগুলোকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে উল্লেখ করেন এবং সবাইকে এই গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
সাম্প্রতিক এক ঘটনায় অভিযোগ উঠেছে যে, তাসকিন তার ছোটবেলার বন্ধু সিফাতুর রহমান সৌরভকে ফোনে ডেকে এনে মারধর ও হুমকি দিয়েছেন। বিষয়টি নিয়ে সিফাতুর রহমান মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ ও বিসিবি উভয়েই বিষয়টি তদন্ত করছে। বিসিবি ইতোমধ্যে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশও প্রাথমিক তদারকি চালাচ্ছে।
তাসকিন পোস্টে লেখেন, “আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তোলার মতো কাজ করিনি। এই ঘটনা নিয়ে অনেক কথাবার্তা উঠেছে যা আমার, আমার পরিবার ও বন্ধুর সম্মানের বিরুদ্ধে। আমি এবং আমার বন্ধু ইতোমধ্যে বসে সব সমস্যার কথা আলোচনা করেছি এবং যা ঘটেছে তা কখনওই এত বড় পর্যায়ে ওঠার কথা ছিল না।”
তিনি আরও বলেন, “এই পুরো বিষয়টি অন্যরকম, বাস্তবতা ভিন্ন। এসব অভিযোগ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি আশা করছি, সবাই সত্যের পাশে থাকবে কারণ সত্য কখনো মিথ্যা হতে পারে না।”
বিসিবির পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু এই ঘটনার বিষয়টি মিডিয়ায় দেখে তাদেরও তদন্ত শুরু হয়েছে বলে জানান। তিনি বলেন, “একজন আইকন ক্রিকেটারের ওপর এমন অভিযোগ আসা কখনোই কাম্য নয়। আমরা বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি।”
বিশ্ব ক্রিকেটের তরুণ ও কার্যকর পেসার তাসকিন সাম্প্রতিক পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বল হাতে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু এই সময়ের মধ্যে তার বিরুদ্ধে এই মারধরের অভিযোগ এবং তার মুখ খোলা বিতর্কে তার পেশাদার ক্রিকেট জীবন কিছুটা অস্থির পরিস্থিতির মুখোমুখি হয়েছে।
বর্তমানে বিসিবি ও পুলিশি তদন্ত চলমান। তদন্তে আসা তথ্য-প্রমাণের ভিত্তিতে কী সিদ্ধান্ত নেয়া হবে, সেটাই এখন অপেক্ষার বিষয়। ক্রিকেট ভক্ত এবং সংশ্লিষ্ট মহল আগ্রহ নিয়ে এই ঘটনার সবশেষ ফলাফল জানার অপেক্ষায় রয়েছেন।
তাসকিনের ক্যারিয়ারের উপর এই বিতর্কের প্রভাব কতটা পড়বে এবং তার অবস্থান কতটা শক্তিশালী থাকবে, তা সময়ই বলতে পারবে। তবে যে কোনো পরিস্থিতিতেই এই তরুণ তার খেলা দিয়ে দেশের জন্য অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
বাংলাবার্তা/এমএইচ