শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, অগ্রাহায়ণ ২৩ ১৪৩০

বাংলা বার্তা || Bangla Barta

কৃষি ও প্রকৃতি

Right Side Advertisement
Middle Advertisement
Middle Advertisement Mobile

কৃষি ও প্রকৃতি বিভাগের সব খবর

ঝিনাইদহের শিক্ষিত যুবক সোহেল রানা পেঁপে চাষে স্বাবলম্বী

ঝিনাইদহের শিক্ষিত যুবক সোহেল রানা পেঁপে চাষে স্বাবলম্বী

ঝিনাইদহ : ঝিনাইদহ সদর পৌরসভার পবহাটি গ্রামের শিক্ষিত যুবক সোহেল রানা পেঁপে চাষ করে স্বাবলম্বী হয়েছেন। আব্দুল খালেক ও আলেয়া বেগম দম্পতির ৫ সন্তানের মধ্যে সবার বড় সোহেল রানা। পিতার ৮ শতক জমির উপর বসতবাড়ি ছাড়া কিছুই ছিলো না তাদের। শহরের পবহাটি সিটি মোড়ে একটি মুদি দোকান আছে তাদের। তা থেকে যা আয় হতো তা দিয়ে ৭ সদস্যর সংসার চালাতে হিমশিত খেতে হতো পিতা আব্দুল খালেকের। অভাবের সংসারে ২০০৮ সালে এসএসসি ও ২০১৩ সালে এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে সোহেল রানা। চরম অভাব অনটনের মধ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬ সালে বিএসএস কোর্স ও ২০১৮ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ কোর্স সম্পন্ন করে।