
ছবি : সংগৃহীত
অবসরে গেলেন অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) অতিরিক্ত আইজি এস এম রুহুল আমিন। বুধবার (৩১ জুলাই) বিকালে অবসর উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, পুলিশের কাজ চ্যালেঞ্জিং। প্রতিদিনই কোনো না কোনো চ্যালেঞ্জ পুলিশকে মোকাবিলা করতে হয়।
তিনি বলেন, এস এম রুহুল আমিন একজন সফল কর্মকর্তা হিসেবে তার কর্মজীবনে পেশাগত দক্ষতার ছাপ রাখতে সক্ষম হয়েছেন।
আইজিপি বিদায়ী পুলিশ কর্মকর্তার সুন্দর জীবন ও সুস্থতা কামনা করেন।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তি জীবনের নানা দিক তুলে ধরে পুলিশ কর্মকর্তারা বক্তব্য রাখেন।
বাংলাবার্তা/এআর