
ছবি: সংগৃহীত
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫ নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) নতুন নির্দেশনা জারি করেছে। বিশেষ এই বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন, আবেদন ফি জমাদান এবং প্রবেশপত্র সংগ্রহ সংক্রান্ত প্রতিটি ধাপকে আরও স্বচ্ছ, সহজ ও প্রযুক্তিনির্ভর করতে মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করে কমিশন। পিএসসি জানিয়েছে, প্রার্থীরা যেন অনলাইনে আবেদন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে পারেন এবং প্রয়োজনীয় যেকোনো সহায়তা পান, সে লক্ষ্যে একটি হেল্পলাইন এবং পূর্ণাঙ্গ টেকনিক্যাল গাইডলাইনও চালু রাখা হয়েছে।
অনলাইনে আবেদন: কোথায়, কীভাবে করবেন?
৪৯তম বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনভিত্তিক। প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (BPSC) অফিসিয়াল ওয়েবসাইট অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইনে ফরম পূরণ শুরুর পর প্রার্থীকে অবশ্যই তার এসএসসি বা সমমানের পরীক্ষার রেজাল্ট ও অন্যান্য তথ্য শিক্ষা বোর্ডের ডাটাবেজ থেকে যাচাই করতে হবে।
আবেদনের সময় প্রার্থীদের নির্ভুলভাবে ব্যক্তিগত, শিক্ষাগত ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে প্রার্থিতা বাতিল হতে পারে।
ছবি ও স্বাক্ষর আপলোডের নিয়ম
আবেদন ফরমের সঙ্গে অবশ্যই প্রার্থীর সাম্প্রতিক (সর্বোচ্চ তিন মাস আগে তোলা) রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।
ছবির মান ও ফরম্যাট সংক্রান্ত নির্দেশনা হলো:
-
ছবি: ৩০০x৩০০ পিক্সেল, সর্বোচ্চ ফাইল সাইজ ১০০ কিলোবাইট।
-
স্বাক্ষর: ৩০০x৮০ পিক্সেল, সর্বোচ্চ ফাইল সাইজ ৬০ কিলোবাইট।
ছবি ও স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড না করলে আবেদন অসম্পূর্ণ বিবেচিত হবে।
আবেদন ফি জমা দেয়ার নিয়ম
আবেদন ফরম সাবমিট করার পর প্রার্থী একটি User ID পাবেন, যা ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। এসএমএস করার সময় অবশ্যই নির্ধারিত ফরম্যাট অনুসরণ করতে হবে, যা ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেয়া আছে।
আবেদন ফি সংক্রান্ত তথ্য:
-
সাধারণ প্রার্থী: ২০০ টাকা
-
ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী: ৫০ টাকা
ফি জমাদানের পর প্রার্থী একটি কনফার্মেশন এসএমএস ও PIN নম্বর পাবেন। এই নম্বর ভবিষ্যতে প্রবেশপত্র ডাউনলোডের সময় কাজে লাগবে।
প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত তথ্য
যে প্রার্থীরা সফলভাবে ফি জমা দেবেন, তারা পরে নির্ধারিত সময়ে User ID ও PIN নম্বর ব্যবহার করে পিএসসির ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
কারিগরি সহায়তা ও হেল্পলাইন
অনলাইনে আবেদন প্রক্রিয়ায় যেকোনো কারিগরি সমস্যার জন্য পিএসসি প্রতিদিন (কাজের দিনে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্দিষ্ট হেল্পলাইন নম্বর চালু রেখেছে। নম্বরগুলো হলো:
01555555149 / 01555555150 / 01555555151 / 01555555152
প্রার্থীরা প্রয়োজনে [email protected] এই ই-মেইল ঠিকানাতেও যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি, ফরম পূরণের ধাপগুলো ভালোভাবে বুঝতে ওয়েবসাইটের Help Tab ঘুরে দেখা যেতে পারে। সেখান থেকে পাওয়া যাবে একটি ভিডিও টিউটোরিয়াল, যেখানে ধাপে ধাপে পুরো আবেদন প্রক্রিয়া তুলে ধরা হয়েছে।
গুরুত্বপূর্ণ পরামর্শ
-
অনলাইনে আবেদন করার সময় নির্ভুল তথ্য প্রদান করুন।
-
ছবি ও স্বাক্ষর নির্ধারিত মাপ ও ফরম্যাটে আপলোড করুন।
-
আবেদন সাবমিটের পর সংরক্ষিত ইউজার আইডি ও পিন নম্বর ভুলে গেলে ডাউনলোডে সমস্যা হবে, তাই তা লিখে রাখুন।
-
ফি জমা দেওয়ার পর নিশ্চিত এসএমএস না আসা পর্যন্ত অপেক্ষা করুন, আবার ফি পাঠাবেন না।
প্রসঙ্গত, ৪৯তম বিসিএস একটি বিশেষ বিসিএস, যেখানে নির্দিষ্ট ক্যাডার বা ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। তাই আবেদনপত্র পূরণের আগে নির্দেশনা ভালোভাবে পড়ে বুঝে আবেদন করাই হবে বুদ্ধিমানের কাজ।
বিস্তারিত নির্দেশনা ও আবেদন করতে ভিজিট করুন: bpsc.teletalk.com.bd
বাংলাবার্তা/এমএইচ