
ছবি: সংগৃহীত
আবারও ফাইনালে এসে স্বপ্নভঙ্গ। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে ম্যাচে ফিরে এসেও শেষ হাসি হাসতে পারল না বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ ফুটবলাররা। শ্বাসরুদ্ধকর লড়াই শেষে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা হাতছাড়া হলো টাইব্রেকারে। ভারতের কাছে ৪-১ গোলে হেরে দ্বিতীয়বারের মতো রানার্সআপ হয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে।
কলম্বোর ঐতিহাসিক রেসকার্স গ্রাউন্ডে অনুষ্ঠিত এই মহারণে ম্যাচ শুরুর পর থেকেই ভারত নিজেদের আধিপত্য ফলাতে শুরু করে। মাত্র ৪ মিনিটের মাথায় গোল হজম করে বসে বাংলাদেশ। ভারতের দালালমুই গ্যাংতে ডি-বক্সে বল পেয়ে জালে জড়িয়ে দেন। যদিও এর আগে শটটি বাংলাদেশি এক খেলোয়াড়ের গায়ে লেগে তার পথ পরিবর্তন করেছিল। শুরুতেই হোঁচট খেলেও বাংলাদেশের কিশোররা ভেঙে পড়েনি।
২৫ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। নাজমুল হুদা ফয়সালের কর্নার কিক সতীর্থের মাথায় লেগে গোলমুখে ভেসে আসে। সেখান থেকে নিখুঁত হেডে গোল করেন মোহাম্মদ মানিক। সমতায় ফেরার পর ম্যাচে ফের আত্মবিশ্বাস ফিরে পায় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ভারতের আক্রমণ থেমে থাকেনি।
৩৮ মিনিটে ফের এগিয়ে যায় ভারত। আজলান শাহর শটে গোলরক্ষক আলিফ রহমান ইমতিয়াজ একবার দুর্দান্ত সেভ দিয়েছিলেন। কিন্তু বল ফিরলে দ্রুত শটে আরেকবার চেষ্টা চালান আজলান, এবার সফল হন তিনি। বিরতিতে যাওয়ার আগেই ভারত ২-১ ব্যবধানে লিড নেয়।
বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। শুরু হয় একের পর এক আক্রমণ। ৫১ মিনিটে অধিনায়ক নাজমুলের দুর্দান্ত শট সরাসরি ক্রসবারে লেগে ফিরে আসে। চার মিনিট পর ৫৫ মিনিটে সাব্বির ইসলামের বাঁ পায়ের শট অল্পের জন্য বাইরে চলে যায়। এ সময় স্টেডিয়ামে উপস্থিত সমর্থকরা শ্বাসরুদ্ধকর মুহূর্ত পার করতে থাকেন।
৮৭ মিনিটে ভারতের এক বিপজ্জনক আক্রমণ ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক। পরক্ষণেই পাল্টা আক্রমণে কর্নার আদায় করে নেয় লাল-সবুজরা। নাজমুলের কর্নার কিক ভারতের এক খেলোয়াড়ের হাতে লাগলেও রেফারি পেনাল্টির আবেদন খারিজ করেন। আবার কর্নারের নির্দেশ দেন।
সব আশা যখন প্রায় শেষ, যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে রক্ষাকর্তার ভূমিকায় আসেন ঈশান হাবিব রিদুয়ান। কর্নার থেকে আসা বল দারুণভাবে জালে জড়িয়ে দেন তিনি। তাতে সমতায় ফেরে বাংলাদেশ। মাঠে দাঁড়িয়ে থাকা খেলোয়াড় থেকে শুরু করে ডাগআউট, এমনকি গ্যালারিতেও মুহূর্তেই ছড়িয়ে পড়ে উল্লাস।
নির্ধারিত সময় শেষে স্কোরলাইন দাঁড়ায় ২-২ এ। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই স্বপ্ন ভেঙে যায় বাংলাদেশের। ভারত তাদের চারটি শটেই গোল করে। অন্যদিকে বাংলাদেশ প্রথম দুই শটেই ব্যর্থ হয়। তৃতীয় শটে গোল এলেও চতুর্থ শটে গোল করতে না পারায় ৪-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
টানা দ্বিতীয়বার সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে রানার্সআপ হতে হলো বাংলাদেশকে। ভারতের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার স্বপ্ন পূরণ হলো না। আবারও শিরোপার হাসি হাসল ভারতই। সর্বশেষ আসরেও ভারতই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের বিপক্ষে।
হার সত্ত্বেও ফুটবল বিশ্লেষকরা বলছেন, এ আসরে বাংলাদেশের লড়াকু মানসিকতা আশার আলো দেখিয়েছে। একসময় যে বাংলাদেশ শেষ মুহূর্তে গোল হজম করে হেরে যেত, এবার তারা শেষ মুহূর্তে গোল করে ম্যাচে ফিরেছে। জয় না এলেও এটি নতুন প্রজন্মের ফুটবলের জন্য এক গুরুত্বপূর্ণ অর্জন।
বাংলাবার্তা/এমএইচ