
ছবি: সংগৃহীত
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত হয়ে উঠছে অংশগ্রহণকারী দলগুলো। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মঙ্গলবার (১৬ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ঘোষণা করেছে বিশ্বকাপ পূর্ব প্রস্তুতিমূলক ম্যাচগুলোর পূর্ণাঙ্গ সূচি। সেই তালিকায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুটি প্রস্তুতি ম্যাচ নিশ্চিত করেছে সংস্থাটি।
বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা ‘এ’ এবং শ্রীলংকা নারী দল। দুটিই গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ—যেখানে পারফরম্যান্সের মাধ্যমে মূল বিশ্বকাপ দলে চূড়ান্ত একাদশ বাছাইয়ের সুযোগ পাবেন টাইগ্রেস ক্রিকেটাররা।
প্রথম প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর, কলম্বোর ঐতিহাসিক আর প্রেমাদাসা স্টেডিয়ামে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে শ্রীলংকার দ্বিতীয় সারির দল—শ্রীলংকা ‘এ’ নারী দল। ম্যাচটি বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের জন্য বড় সুযোগ, যারা আন্তর্জাতিক অভিজ্ঞতা কম হলেও সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে নজর কেড়েছেন।
এরপর ২৭ সেপ্টেম্বর একই ভেন্যুতে মূল শ্রীলংকা নারী দলের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। ম্যাচটি বিশ্বকাপের জন্য প্রস্তুতির চূড়ান্ত মঞ্চ হিসেবে কাজ করবে। এখানেই দলের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং ইউনিট একত্রে যাচাইয়ের সুযোগ পাবে।
এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ হবে আট দলের। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা এবং স্বাগতিক ভারত—এই ছয় দল ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ স্থান অর্জনের মাধ্যমে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়।
অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তান আসরটির মূল পর্বে উঠেছে কঠিন বাছাইপর্ব অতিক্রম করে। সাফল্য ও আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামতে প্রস্তুতি ম্যাচগুলো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আইসিসি ইতিমধ্যেই ঘোষণা করেছে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পূর্ণাঙ্গ সূচি। ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। প্রথম রাউন্ডে প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে খেলবে। অর্থাৎ, লিগ পর্বে মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপের অন্যতম বড় আকর্ষণ হলো—এবারের আসর হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে। যদিও ভারত মূল আয়োজক দেশ, তবে রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলংকায়।
বাংলাদেশ তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ২ অক্টোবর, কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এই হাইভোল্টেজ ম্যাচটিই বাংলাদেশের জন্য টুর্নামেন্টের শুরুতেই মানসিক দৃঢ়তা পরীক্ষা করার মতো।
নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫: প্রস্তুতি ম্যাচের পূর্ণাঙ্গ সূচি
২৫ সেপ্টেম্বর
ভারত বনাম ইংল্যান্ড – ব্যাঙ্গালুরু
দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড – ব্যাঙ্গালুরু
শ্রীলংকা বনাম পাকিস্তান – কলম্বো
বাংলাদেশ বনাম শ্রীলংকা ‘এ’ – কলম্বো
২৭ সেপ্টেম্বর
অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড – ব্যাঙ্গালুরু
ভারত বনাম নিউজিল্যান্ড – ব্যাঙ্গালুরু
বাংলাদেশ বনাম শ্রীলংকা – কলম্বো
২৮ সেপ্টেম্বর
দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ‘এ’ – ব্যাঙ্গালুরু
পাকিস্তান বনাম শ্রীলংকা ‘এ’ – কলম্বো
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী উইংয়ের এক কর্মকর্তা জানান, “বিশ্বকাপের আগে দুটি মানসম্পন্ন প্রস্তুতি ম্যাচ পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের। বিশেষ করে শ্রীলংকার মাটিতে খেলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চমৎকার সুযোগ তৈরি হয়েছে।”
তিনি আরও বলেন, “আমাদের দল ইতোমধ্যেই স্পিন ও মিডিয়াম পেসে ভারসাম্য এনেছে। কয়েকজন তরুণ খেলোয়াড় যেমন দিলারা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খাতুন প্রস্তুতি ম্যাচগুলোতে চোখ রাখবেন একাদশে জায়গা করে নিতে।”
বাংলাদেশ নারী দলের সামনে এখন এক কঠিন কিন্তু সম্মানজনক লড়াই। প্রস্তুতি ম্যাচে শক্ত প্রতিপক্ষ শ্রীলংকা ও তাদের এ-দলকে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে আত্মবিশ্বাসী হয়ে উঠতে চায় টাইগ্রেসরা। এখন অপেক্ষা ২৫ ও ২৭ সেপ্টেম্বর—দুটি ম্যাচ, দুটি সুযোগ, একটি লক্ষ্য—বিশ্বকাপে সাফল্য।
বাংলাদেশের জন্য শুভকামনা, চলুন গর্জে উঠুক টাইগ্রেসরা!
বাংলাবার্তা/এমএইচ