
ছবি: সংগৃহীত
অবশেষে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী কিয়ারা আদভানির সংসারে এল নতুন অতিথি। বলিউডের এই জনপ্রিয় জুটি আজ থেকে বাবা-মা। জন্ম নিয়েছে এক কন্যাসন্তান। প্রায় এক মাস ধরে গুঞ্জন চলছিল, কিয়ারা অন্তঃসত্ত্বা। অবশেষে মঙ্গলবার সকালে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় এই তারকা দম্পতির প্রথম সন্তান।
পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। সকালে থেকেই হাসপাতালে উপস্থিত ছিলেন সিদ্ধার্থের মা, কিয়ারার বাবা এবং ঘনিষ্ঠ আত্মীয়রা। হাসপাতালের বাইরে নজরে পড়েছে মিডিয়া এবং কড়া নিরাপত্তা। ভিড় সামাল দিতে বাড়ানো হয়েছিল নিরাপত্তাও। গেট দিয়ে গাড়ি প্রবেশের সময় ছাতা দিয়ে ঢেকে নামান কিয়ারাকে, যাতে কোনো ছবি না ওঠে। এমনকি সম্প্রতি ছবিশিকারিদের ক্যামেরার ফ্ল্যাশে বিরক্ত হয়ে পড়েন হবু বাবা সিদ্ধার্থ, একাধিকবার দেখা গেছে তার মেজাজ হারানো চিত্রও।
গত মার্চ মাসে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে সিদ্ধার্থ ও কিয়ারা দু’জনেই শেয়ার করেছিলেন একটি আবেগঘন ছবি—যেখানে একটি সাদা বেবি মোজার জোড়া রাখা ছিল দুই জনের হাতের ওপর। ক্যাপশনে তারা লিখেছিলেন, “আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার আসছে খুব শিগগিরই।” তখন থেকেই অনুরাগীদের কৌতূহল তুঙ্গে ছিল—সত্যিই কি মা হতে চলেছেন কিয়ারা?
তারপর মে মাসে মেটা গালার রেড কার্পেটে যখন প্রথমবারের মতো ক্যামেরার সামনে দেখা যায় কিয়ারাকে—তখন তার স্ফীত উদর দেখে আর সন্দেহের জায়গা থাকে না। সেই সময় থেকেই তিনি মিডিয়ার সামনে কম আসেন, হাসপাতালের নিয়মিত যাতায়াতও শুরু করেন।
সিদ্ধার্থ ও কিয়ারার সম্পর্কের শুরু হয়েছিল অনেক আগেই, ২০১৮ সালে ‘লাস্ট স্টোরিজ’ সিরিজের এক পার্টির মাধ্যমে। কিয়ারা অভিনীত এই ওয়েব সিরিজের একটি গল্প পরিচালনা করেছিলেন করণ জোহর। শুটিং পরবর্তী পার্টিতেই সিদ্ধার্থের সঙ্গে প্রথমবার দেখা হয় কিয়ারার। সেখান থেকেই শুরু।
২০১৯ সালে ইংরেজি নববর্ষে দক্ষিণ আফ্রিকায় একসঙ্গে ছুটি কাটানোর খবর ছড়িয়ে পড়ে, যদিও তারা কখনো প্রকাশ্যে সে কথা স্বীকার করেননি। পরের বছর মালদ্বীপ এবং ২০২২ সালে দুবাইতে তাদের একসঙ্গে দেখা যায়।
কিন্তু যা গুজব ছিল, তা সত্যি হয়ে ওঠে ২০২১ সালে মুক্তি পাওয়া যুদ্ধবিষয়ক ছবি ‘শেরশাহ’-তে। কর্ণধার বিষ্ণুবর্ধনের পরিচালনায় এই ছবিতে ‘বিক্রম বাত্রা’ চরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ এবং তার প্রেমিকা ‘ডিম্পল’ চরিত্রে কিয়ারা। এই ছবির সাফল্যের পর তাদের প্রেম জোরালো হয় এবং অবশেষে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে জয়সলমেরের একটি রাজকীয় প্রাসাদে সবার নজর কাড়া বিয়ের অনুষ্ঠানে বাঁধা পড়েন তারা।
সন্তান জন্মের খবরে অভিনন্দন বার্তায় ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। বলিউডের তারকারা, পরিচালক-প্রযোজক, ফ্যান ক্লাব ও সাধারণ দর্শকরা কিয়ারা ও সিদ্ধার্থের নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন। অনেক তারকাই জানিয়েছেন, তাঁরা নবজাতিকেও দেখতে যেতে চান হাসপাতালে।
অনেকেই মনে করছেন, সিড-কিয়ারা জুটি এবার আরও একধাপ পরিণত হলো—অভিনয়ের বাইরেও তাদের জীবনের এই আনন্দঘন মুহূর্ত অনেকের অনুপ্রেরণা হয়ে থাকবে।
সিদ্ধার্থ এবং কিয়ারা দুজনেই বর্তমানে কোনো বড় প্রজেক্টে কাজ করছেন না। গর্ভাবস্থার সময় থেকেই কিয়ারা অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, সন্তানের জন্মের পর তারা কিছু সময় পুরোপুরি ব্যক্তিগত জীবনে মনোযোগ দেবেন। পরিবারের সঙ্গে সময় কাটাবেন নতুন অতিথিকে ঘিরে।
দুজনেই এর আগে জানিয়েছেন, তারা একটি স্থিতিশীল পরিবার গড়তে চান, যেখানে সন্তান পায় ভালোবাসা, যত্ন ও সঠিক মূল্যবোধ। এই মুহূর্তে তারা চান ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’ থেকে দূরে থেকে শুধুই ‘নিঃশর্ত ভালোবাসা ও পরিবারে’ ডুবে থাকতে।
একটি গল্পের শেষ মানেই আরেকটি গল্পের শুরু—সেই শুরুটা এখন কিয়ারা ও সিদ্ধার্থের জীবনে আরও উজ্জ্বল, আরও প্রাণবন্ত। বলিউডের রূপালি পর্দার তারকা দম্পতি এবার বাস্তব জীবনের অভিভাবক। ভক্তদের প্রার্থনা, যেন এই নবজাতকের জীবনে আশীর্বাদ ও ভালোবাসা বর্ষিত হয় প্রতিটি পদক্ষেপে।
বাংলাবার্তা/এমএইচ