
ছবি: সংগৃহীত
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এখন একেবারেই ক্যারিয়ারের ব্যস্ততম সময় পার করছেন। অভিনয়ের মেধা, চরিত্রে গভীরতা ও নির্মাতাদের আস্থার কারণে একের পর এক গুরুত্বপূর্ণ সিনেমায় কাজ করে যাচ্ছেন তিনি। চলতি বছর ঈদুল আজহা উপলক্ষে ঢাকাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়ার দুটি আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। এর কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ‘জয়া ও শারমিন’—একটি নারীকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত ছবি। ফলে মাত্র দুই মাসে দেশের প্রেক্ষাগৃহে পরপর তিনটি ছবি নিয়ে হাজির হন এই অভিনেত্রী, যা সাম্প্রতিক সময়ের কোনো অভিনেত্রীর জন্য বেশ বিরল এক ঘটনা।
প্রেক্ষাগৃহে এই তিন ছবির প্রচার-প্রচারণায় অংশ নিয়ে যখন ঢাকায় ব্যস্ত সময় পার করছিলেন জয়া, ঠিক তখনই তাকে আবার কলকাতায় ফিরে যেতে হয়। কারণ, সেখানেও জয়ার একটি গুরুত্বপূর্ণ সিনেমার শুটিং চলছিল—নাম ‘আজও অর্ধাঙ্গিনী’। এটি মূলত ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত প্রশংসিত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’-এর সিকুয়েল। সিকুয়েল সিনেমাটির শুটিং সম্প্রতি শেষ করেছেন জয়া আহসান। আশা করা হচ্ছে, চলতি বছরেই এটি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এই মুহূর্তে জয়া আছেন পুরোপুরি নতুন আরেকটি ছবি ‘ডিয়ার মা’ নিয়ে। এটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। ছবিটির মূল কাহিনি আবর্তিত হয়েছে মা-সন্তান সম্পর্কের এক আবেগঘন গল্পকে কেন্দ্র করে। ট্রেলারেই জয়া দর্শকের হৃদয় ছুঁয়েছেন। এই সিনেমায় তাকে দেখা যাবে একজন দত্তক সন্তানের মায়ের ভূমিকায়, যিনি নানা সামাজিক ও মানসিক সংকট মোকাবিলা করে সম্পর্কটিকে অর্থবহ করে তুলতে চান।
ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বলিউডের শক্তিমান অভিনেতা চন্দন রায় সান্যাল। আরও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় এবং দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।
ছবিটির ট্রেলার ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে। এতে দেখা যায়, মা ও সন্তান—দুই ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসা দুটি মানুষের মধ্যে গড়ে ওঠা এক আত্মিক সম্পর্ক, যেটি সমাজের প্রচলিত ধ্যানধারণার বাইরে গিয়ে এক নতুন বার্তা দেয়।
‘ডিয়ার মা’ মুক্তি পাচ্ছে আগামী ১৮ জুলাই, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে। এই সিনেমার প্রচার প্রচারণা নিয়েই এখন কলকাতায় ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। বিভিন্ন চ্যানেল, সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে অংশ নিচ্ছেন প্রচারমূলক কার্যক্রমে।
এদিকে এই ছবির আলোচনার মধ্যেই প্রকাশ্যে আসে জয়ার আরও একটি টালিউড ছবির মুক্তির তারিখ। আগামী ১ আগস্ট মুক্তি পাচ্ছে ‘পুতুলনাচের ইতিকথা’, যা নির্মিত হয়েছে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের একই নামের উপন্যাস অবলম্বনে। সিনেমাটি পরিচালনা করেছেন গুণী নির্মাতা সুমন মুখোপাধ্যায়। এতে জয়ার অভিনয়কে ঘিরে ইতোমধ্যেই চলচ্চিত্রবোদ্ধাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
‘পুতুলনাচের ইতিকথা’ একটি গভীর মনস্তাত্ত্বিক উপন্যাস, যেখানে গ্রামীণ বাংলার বাস্তবতা ও নারী-পুরুষের জটিল সম্পর্ক তুলে ধরা হয়েছে। এতে জয়ার চরিত্রটি হবে উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র কুসুম—যিনি একাধারে প্রেম, ত্যাগ, সংগ্রাম ও আত্মপরিচয়ের প্রতীক। সিনেমাটির শুটিংয়ের সময় থেকেই এ নিয়ে দুই বাংলার সিনেপ্রেমীদের মাঝে আগ্রহ ছিল তুঙ্গে।
জয়া আহসানের ক্যারিয়ারজুড়ে দেখা গেছে—তিনি একইসঙ্গে আর্ট ফিল্ম ও বাণিজ্যিক ধারার সিনেমায় কাজ করে নিজেকে অভিনয়ের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার অভিনীত প্রতিটি ছবিতেই থাকে নতুনত্ব, থাকে গল্পের গভীরতা এবং চরিত্রে নিজের নিখুঁত মিশ্রণ। সেই ধারাবাহিকতায় এবারও তার তিনটি নতুন সিনেমা—‘ডিয়ার মা’, ‘আজও অর্ধাঙ্গিনী’ ও ‘পুতুলনাচের ইতিকথা’ অপেক্ষা করছে মুক্তির। তিনটিই ভিন্ন ঘরানার, ভিন্ন বার্তাসমৃদ্ধ।
এখন প্রশ্ন একটাই—জয়ার টানা এই তিন ছবিও কি আগের ছবিগুলোর মতোই দর্শকের হৃদয় জিতে নিতে পারবে? সিনেমাপ্রেমীরা অপেক্ষায়, আর জয়া—তিনি ছুটে চলেছেন চরিত্র থেকে চরিত্রে, দুই বাংলার সিনেমাকে আরেক ধাপে নিয়ে যেতে।
জয়ার মতে, “ভালো সিনেমা ভাষার গণ্ডি মানে না, দেশকেও না। আমি শুধু ভালো গল্পের সঙ্গে থাকতে চাই।”
বাংলাবার্তা/এমএইচ