
ছবি: সংগৃহীত
ঢালিউডের আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী পরীমনি আবারও এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবার কোনো নতুন সিনেমা বা ওয়েব সিরিজ নয়, আলোচনার কেন্দ্রে এসেছে তার সৌন্দর্য্য, উপস্থিতি এবং এক ভিন্নধর্মী উত্তর, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
সম্প্রতি ঢাকার একটি অভিজাত এলাকায় নতুন একটি রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন পরীমনি। এই অনুষ্ঠানে তার উপস্থিতি যেমন নজর কেড়েছে, তেমনি তার পরনে থাকা পোশাক ও সাজ-সজ্জাও বেশ আলোচনার জন্ম দিয়েছে। জলপাই রঙের শাড়ি, হাতে রেশমি চুড়ি, মাথায় বেলিফুলে সাজানো খোঁপা আর গলায় ভারী স্বর্ণালংকার—সব মিলিয়ে পরীমনিকে দেখা গেছে একেবারে মোহনীয় এক রূপে। অনুষ্ঠানে আগত অতিথি, সাংবাদিক ও উপস্থিত দর্শকদের মধ্যে তার উপস্থিতি এক বিশেষ মাত্রা যোগ করে।
এই মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে পরীমনিকে ওই রেস্টুরেন্ট উদ্বোধনে উপস্থিত থাকতে দেখা গেছে। ভিডিওটি দ্রুতই ভাইরাল হয় এবং অনেকে তার সাজ-পোশাক, আত্মবিশ্বাস ও ক্যারিশমার প্রশংসা করছেন। ভক্তরা যেমন আপ্লুত, তেমনি নেটিজেনদের একাংশ ভিডিওতে তার দেওয়া এক প্রশ্নের উত্তর নিয়ে শুরু করেছেন আলোচনার ঝড়।
অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে এক খোলামেলা আড্ডায় অংশ নেন অভিনেত্রী। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে জানতে চাইলে পরীমনি জানান, বর্তমানে তিনি বিভিন্ন শোরুম, লাইফস্টাইল ব্র্যান্ড এবং রেস্টুরেন্টের উদ্বোধনী আয়োজনে অংশ নিচ্ছেন। এটাই এখন তার মূল ব্যস্ততা। তার ভাষায়, "এখন তো এইসব উদ্বোধনই আমার সবচেয়ে বড় ব্যস্ততা। রেস্টুরেন্ট, শোরুম, একটার পর একটা দাওয়াত থাকছে।"
এই সময় এক সাংবাদিক পরীমনিকে প্রশ্ন করেন—“আপনি তো সবার ক্রাশ, আপনার নতুন সিনেমা বা ওয়েব সিরিজ কবে আসছে?” এর উত্তরে পরীমনি হেসে বলেন, “আপনি কি দিনশেষে এটাই ভাবেন?” এরপর সঙ্গে সঙ্গে তিনি রেস্টুরেন্টের খাবারের প্রশংসা করে বলেন, “এখানকার খাবার কিন্তু দারুণ। এটা মিস করবেন না, অবশ্যই টেস্ট করে যাবেন।”
পরীমনির এই স্বভাবসুলভ হাস্যরসপূর্ণ ও কিছুটা রহস্যময় জবাব সামাজিক মাধ্যমে ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। কেউ বলছেন, এটি ছিল একজন সাংবাদিকের চটপটে প্রশ্নের চেয়েও চতুর উত্তর, আবার কেউ মনে করছেন, এতে তার ক্যারিয়ার প্রসঙ্গে চলমান নানা জল্পনা-কল্পনার পরোক্ষ উত্তর লুকিয়ে রয়েছে।
পরীমনির নতুন সিনেমা বা ওয়েব সিরিজের খবরে দীর্ঘদিন ধরেই ভক্তরা অপেক্ষা করছেন। তবে সাম্প্রতিক সময়ে তার অভিনয় জীবনের চেয়ে ব্যক্তি জীবন ও সামাজিক উপস্থিতিই বেশি আলোচনায় রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হওয়া, ফ্যাশন হাউসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া কিংবা উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো—এসব কিছু মিলিয়ে পরীমনি নিজেকে অভিনয়ের বাইরেও দৃশ্যমান রেখেছেন।
তবে তার ভক্তরা এখনো আশাবাদী, শিগগিরই নতুন কোনো চমক নিয়ে ফিরবেন ‘স্বপ্নজাল’-খ্যাত এই অভিনেত্রী। যতদিন না তিনি নতুন কোনো চরিত্রে রূপ নেন, ততদিন তার প্রতিটি সামাজিক উপস্থিতি এবং বলার ধরনই তার অনুরাগীদের জন্য নতুন কনটেন্ট হয়ে উঠবে।
এই মুহূর্তে অভিনেত্রীর কাছ থেকে এমনই এক বার্তা যেন পাওয়া গেল—সব প্রশ্নের জবাব হতে হবে না, কখনো কখনো একটা হাসি, আর ভালো খাবারের প্রশংসাও হয়ে ওঠে গুরুত্বপূর্ণ।
বাংলাবার্তা/এমএইচ