
ছবি: সংগৃহীত
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ এবার নতুনভাবে ফিরছে দর্শকদের সামনে—এবার সম্পূর্ণ বিনামূল্যে! বহু প্রতীক্ষিত পঞ্চম সিজনের প্রথম ভাগ কিছুদিন আগে মুক্তি পেলেও দর্শকদের তা দেখতে হতো সাবস্ক্রিপশন ভিত্তিক অ্যাপ ‘বঙ্গ’-তে। তবে এবার নাটকপ্রেমী দর্শকদের জন্য এলো সুখবর—‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এখন ইউটিউবেই ফ্রিতে দেখা যাবে, প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে, নির্ধারিত সময়ে।
পরিচালক কাজল আরিফিন অমি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ঘোষণা দিয়েছেন, এখন থেকে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ দেখা যাবে ইউটিউব প্ল্যাটফর্মে ‘Boom Films’ নামের অফিসিয়াল চ্যানেলে। প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মুক্তি পাবে নাটকের নতুন পর্ব।
তিনি বলেন, “আপনাদের ভালোবাসায় আমরা চলেছি ছয় বছরের পথ। ‘ব্যাচেলর পয়েন্ট’ শুধু একটি নাটক নয়, এটি একটি অনুভূতি, একটি সময়ের গল্প। যারা শুরুতে অ্যাপে সাবস্ক্রিপশন দিয়ে দেখেছেন, তাদের ধন্যবাদ। আর এখন যারা ইউটিউবে দেখবেন, তাদের জন্যও আমাদের উপহার এই ধারাবাহিক।”
এর আগে এবারের কোরবানির ঈদে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এর আটটি নতুন পর্ব একসঙ্গে মুক্তি দেওয়া হয়েছিল। তবে সেগুলো দেখা যেত কেবল বঙ্গ অ্যাপ-এ এবং এর জন্য দর্শকদের নির্দিষ্ট ৪০ টাকা পরিশোধ করে সাবস্ক্রিপশন নিতে হতো। এই নির্দিষ্ট অ্যাক্সেস সিস্টেমে অনেক দর্শক দেখতে পারেননি, তাদের জন্যই ইউটিউব প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হয়েছে নাটকটি।
সর্বশেষ চতুর্থ সিজন প্রচারিত হয়েছিল ২০২১ সালে। এরপর দীর্ঘ আড়াই বছর পর নতুন সিজন নিয়ে হাজির হলেন পরিচালক কাজল আরিফিন অমি। সেই পুরনো ব্যাচেলর জীবন, মজার কাহিনি, হাসি-কান্না, সম্পর্কের টানাপোড়েন ও বন্ধুত্বের রসায়ন নিয়ে ফিরেছে নাটকের পরিচিত মুখগুলো। পুরনো চরিত্রগুলোতে কিছু নতুন সংযোজনও আছে এবারের সিজনে।
২০১৭ সালে শুরু হওয়া ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক সময়ের সঙ্গে সঙ্গে হয়ে ওঠে বাংলাদেশের তরুণ প্রজন্মের আইকনিক বিনোদনের উৎস। নাটকের চরিত্রগুলো দর্শকের এতটাই নিকটবর্তী হয়ে ওঠে যে, বাস্তব জীবনের সঙ্গে মিল খুঁজে পান অনেকেই। নাটকে অভিনয় করছেন— জিয়াউল হক পলাশ (কাবিলা চরিত্রে), চাষী আলম (হাবু ভাই), সাবিলা নূর, সানজানা সরকার ইরা, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারী, শরাফ আহমেদ জীবন, আব্দুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজন প্রমুখ। তাদের পাশাপাশি মারজুক রাসেল সহ আরও অনেক তারকা থাকছেন এবারও।
নাটকের অন্যতম মূল আকর্ষণ হলো—এটি খুব সাধারণ কিছু তরুণের দৈনন্দিন জীবন, সংগ্রাম, হাস্যরস, প্রেম, ভুল বোঝাবুঝি ও বন্ধুত্বকে ঘিরে গড়ে উঠেছে। শহরজীবনে থাকা ব্যাচেলর ছেলেদের বাসা ভাগাভাগি, রান্না, প্রেম, চাকরির ইন্টারভিউ, সামাজিক চাপ ও আত্মীয়স্বজনের উৎপাত—সবকিছুই মিশে আছে নাটকের গল্পে।
আর সেসব বাস্তব অভিজ্ঞতাকে হাস্যরসাত্মক উপস্থাপনায় তুলে ধরার কারণেই এটি পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা।
পরিচালক কাজল আরিফিন অমি জানান, “প্রথম থেকেই আমি চেয়েছিলাম নাটকটি যেন প্রতিটি ঘরের অংশ হয়ে ওঠে। ‘ব্যাচেলর পয়েন্ট’ আমাকে যে ভালোবাসা দিয়েছে, তা কোনো পুরস্কারের চেয়ে বড়। নতুন সিজনে অনেক নতুন গল্প আছে, পুরনো চরিত্রের সঙ্গে নতুন চরিত্র যোগ হয়েছে। আশা করি দর্শকরা আগের মতোই পছন্দ করবেন।”
তিনি আরও বলেন, “ইউটিউবে উন্মুক্ত করার উদ্দেশ্যই হলো—সব শ্রেণি-পেশার মানুষ নাটকটি উপভোগ করতে পারেন।”
ইতিমধ্যে গুঞ্জন উঠেছে, ‘ব্যাচেলর পয়েন্ট’ এবার শেষ সিজন হতে পারে। তবে পরিচালক এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। বরং ইঙ্গিত দিয়েছেন, দর্শকের ভালোবাসা থাকলে হয়তো এর গল্প এগোবে আরও বহুদূর।
কোথায় ও কখন দেখবেন?
চ্যানেল: Boom Films (YouTube)
সময়: প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে
দাম: সম্পূর্ণ ফ্রি
বাংলাদেশের নাট্যাঙ্গনে কমেডি ধারার অন্যতম সফল প্রজেক্ট ‘ব্যাচেলর পয়েন্ট’। এই নাটক শুধু বিনোদন নয়, বর্তমান তরুণ সমাজের প্রতিচ্ছবিও। আর এবার যখন দর্শকরা বিনামূল্যে ইউটিউবে এটি উপভোগ করতে পারবেন, তখন নতুন করে নাটকটির জনপ্রিয়তা বাড়বে বলেই আশা করা যায়।
তাই যারা এখনও সিজন ৫ দেখা শুরু করেননি, এখনই সাবস্ক্রাইব করুন Boom Films চ্যানেল, আর প্রতি সপ্তাহে মেতে উঠুন কাবিলা-হাবু ভাইদের ব্যাচেলর জীবনের মজাদার কাহিনিতে।
বাংলাবার্তা/এমএইচ