
ছবি: সংগৃহীত
ঢালিউডের অন্যতম জনপ্রিয় এবং আলোচিত নায়িকা পরীমনি বর্তমানে অবস্থান করছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম পর্যটনবান্ধব দেশ মালয়েশিয়ায়। ব্যক্তিগত ও পেশাগত সফরের উদ্দেশ্যে মালয়েশিয়া গিয়েছেন তিনি। তবে এই সফরের প্রতিটি মুহূর্তকেই নিজের মতো করে রাঙিয়ে নিচ্ছেন নায়িকা, বিশেষ করে তার একমাত্র পুত্র সন্তান রাজ্য পদ্মকে সঙ্গে নিয়েই যেন ভিন্ন এক মায়াময় ভ্রমণে বের হয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরের মতোই সক্রিয় এই তারকা এবারও বাদ রাখেননি তার ভক্ত-অনুরাগীদের। বাংলাদেশ থেকে দেশ ছাড়ার মুহূর্ত থেকে শুরু করে মালয়েশিয়ায় পৌঁছানোর পর পর্যন্ত প্রতি ধাপের আপডেট সামাজিক মাধ্যমে শেয়ার করছেন তিনি। তবে গতকাল (রোববার, ৬ জুলাই) রাতে তার পোস্ট করা একটি ফটো অ্যালবাম রীতিমতো ঝড় তোলে ফেসবুকে।
পরীমনি সেই পোস্টে একগুচ্ছ ছবি দেন, যেখানে তাকে দেখা যায় সাদা রঙের টাওয়েল-জ্যাকেট ও কালো ইননারে মালয়েশিয়ার রাস্তায় হেঁটে বেড়াতে। খোলা চুল, মুখ তুলে আকাশের দিকে তাকানো এক মনোলোভা ভঙ্গিমায় ক্যামেরাবন্দি হন তিনি। চোখ বন্ধ, মুখে প্রশান্তির ছায়া—ছবিতে যেন ধরা দেয় এক অন্যরকম পরীমনি। পোস্টে পরীমনি লিখেন না কিছুই, কিন্তু তার ছবি ও উপস্থিতিই যেন শত শব্দের চেয়েও বেশি কিছু বলে দেয়।
সবচেয়ে দৃষ্টি কেড়ে নেয় তার একমাত্র ছেলে রাজ্য পদ্মের সঙ্গে কাটানো মুহূর্তগুলো। মালয়েশিয়ার ব্যস্ত শহরের রাস্তায় মায়ের হাত ধরে হাঁটছে ছোট্ট পদ্ম, মায়ের কোলে বিশ্রাম নিচ্ছে ক্লান্ত শিশুটি, আবার কখনো একসঙ্গে হেসে উঠছে মা-ছেলের জুটি। এই মা-ছেলের এমন আন্তরিক, নির্মল এবং হৃদয়ছোঁয়া মুহূর্তগুলো মুহূর্তেই হৃদয় জয় করে নেয় অসংখ্য ভক্তের।
ছবিগুলো প্রকাশের ১৪ ঘণ্টার মধ্যেই পোস্টে লাইক-রিয়্যাকশনের সংখ্যা ছাড়িয়ে যায় ৭২ হাজার। মন্তব্য পড়ে যায় ৮ হাজারেরও বেশি, যেখানে একদিকে যেমন ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে, তেমনি কেউ কেউ লিখেছেন অনুভবের কথা, কেউ কেউ শেয়ার করেছেন নিজেদের মাতৃত্বের অভিজ্ঞতা।
অনেকেই পরীমনির এই রূপ ও শৈল্পিক উপস্থাপনায় মুগ্ধতা প্রকাশ করেছেন। এক অনুরাগী লিখেছেন, “মা হওয়ার পর যে পরীমনিকে আমরা দেখছি, তিনি আগের চেয়েও অনেক পরিণত, অনেক মায়াবী।” আরেকজন মন্তব্য করেন, “একজন অভিনেত্রী হিসেবে যেমন অসাধারণ, একজন মা হিসেবে তিনি অনুপ্রেরণাও।”
তবে সবার আগ্রহ ছেলের প্রতি পরীর ভালোবাসা নিয়ে। রাজ্য পদ্মকে ঘিরে তার প্রতিটি মুহূর্তে যে আবেগ, তা প্রকাশ পাচ্ছে ছবির প্রতিটি ফ্রেমে। বহু অনুরাগী বলেছেন, “রাজ্যই এখন পরীর পৃথিবীর কেন্দ্রবিন্দু।”
উল্লেখ্য, উইজার্ড শোবিজ নামক একটি বিনোদন ও লাইভ ইভেন্ট কোম্পানির আমন্ত্রণে পরীমনি মালয়েশিয়া সফরে গেছেন। জানা গেছে, এই সফরে তিনি মালয়েশিয়ান প্রবাসীদের জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। পাশাপাশি বিদেশে বেড়ে ওঠা শিশুদের সঙ্গে তার সন্তান পদ্মের বন্ধুত্বপূর্ণ যোগাযোগ গড়ে তোলার উদ্দেশ্যও রয়েছে।
এই সফরের পেছনে একটি ব্যক্তিগত কারণও রয়েছে বলে জানা গেছে। একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, পরীমনি বর্তমানে কিছুটা বিরতি নিয়ে নতুন সিনেমা ও কাজের প্রস্তুতি নিচ্ছেন। সেই অবসরে ছেলেকে সময় দিতেই তিনি মালয়েশিয়া সফরকে বেছে নিয়েছেন।
পরীমনি তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে কখনো সরাসরি কিছু না বললেও, তার ছবি ও প্রতিক্রিয়াতেই স্পষ্ট যে তিনি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চাচ্ছেন। রাজ্যকে ঘিরে তার নতুন জীবন, নতুন পরিচয়—সব মিলিয়ে তিনি যেন এক নতুন পরী হয়ে উঠেছেন, যাকে শুধু অভিনয় নয়, বাস্তব জীবনেও ভালোবাসছে তার দর্শকরা।
মালয়েশিয়ার রাস্তায় মা ও ছেলের একসঙ্গে হাঁটার এই দৃশ্য শুধু ভাইরালই হয়নি, বরং আরও একবার মনে করিয়ে দিয়েছে, তারকারাও মানুষ—তাদের জীবনেও থাকে ভালোবাসা, কোমলতা, এবং পারিবারিক বন্ধন। আর পরীমনি যেন সেই বাস্তবতাকে নিপুণ সৌন্দর্যে ফুটিয়ে তুলেছেন মালয়েশিয়ার আলো-ছায়ার শহরে।
বাংলাবার্তা/এমএইচ