
ছবি: সংগৃহীত
দেশের সাতটি জেলার ওপর দিয়ে আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টার মধ্যে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে ঝুঁকিতে রয়েছে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের একাধিক জেলা। সতর্ক বার্তায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার—এই সাতটি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এই আবহাওয়ার প্রেক্ষিতে সাতটি জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, যা নির্দেশ করে যে ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে এবং নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করতে হবে। ছোট নৌকা, ট্রলার, যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের নৌযানকে স্থানীয়ভাবে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।
এছাড়া, নদী ও উপকূলবর্তী অঞ্চলে মাছ ধরা নৌযান ও ট্রলারগুলোকেও প্রয়োজনীয় সাবধানতা গ্রহণের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। জলীয় বাষ্পের উপস্থিতি, বায়ুপ্রবাহের পরিবর্তন ও স্থানীয় ভূ-ভাগের প্রভাবে আবহাওয়া হঠাৎ করে অস্থির হয়ে উঠতে পারে। ফলে ঝড়ো হাওয়া ও বজ্রপাতের তীব্রতা বা সময়কাল ভিন্ন হতে পারে।
এই কারণে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। একইসঙ্গে স্থানীয় বাসিন্দা, জেলেরা ও নৌযান মালিকদেরও পরিস্থিতির ওপর নজর রাখার অনুরোধ করা হয়েছে।
বিগত বছরগুলোতে দেখা গেছে, এই ধরনের সতর্ক সংকেতের সময় নদী ও সমুদ্রপথে নিরাপত্তাবিধি উপেক্ষার ফলে প্রাণহানি ও নৌদুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। তাই এ ধরনের পরিস্থিতিতে সময়মতো সতর্কতা গ্রহণ এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ করে যেসব অঞ্চলে ঝড়ের সম্ভাবনা বেশি, সেসব এলাকার স্কুল, বাজার, খোলা মাঠ এবং নির্মাণাধীন ভবনের আশেপাশে চলাচলে সচেতনতা বজায় রাখতে হবে। বিদ্যুতের খুঁটি, গাছপালা, টিনশেড ঘর ইত্যাদি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
১ নম্বর সতর্ক সংকেত মানে হচ্ছে, সংশ্লিষ্ট অঞ্চলে সাময়িকভাবে ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে। এতে: মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, ছোট ও মাঝারি আকারের নৌযান চলাচলে বিঘ্ন ঘটতে পারে, জেলেদের মাছ ধরা ও নৌকা চালাতে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং ঘাটে অবস্থানরত যাত্রীদের নিরাপদে রাখার ব্যবস্থা করা উচিত।
আজকের পূর্বাভাস অনুযায়ী, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলজুড়ে দুপুরের আগেই প্রবল দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝুঁকিপূর্ণ জেলাগুলোর নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত জারি করে যাত্রী ও নৌযানচালকদের প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে সবার উচিত স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলা এবং ঘরবন্দি অবস্থায় থেকে নিজেদের সুরক্ষা নিশ্চিত করা।
নিরাপদ থাকুন, সতর্ক থাকুন।
বাংলাবার্তা/এমএইচ