
ছবি: সংগৃহীত
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। মঙ্গলবার (৮ জুলাই) এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, দুপুর ২টায় সারাদেশে একযোগে ফল প্রকাশ করা হবে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ফলাফল প্রকাশ উপলক্ষে একইদিন সকালে প্রধানমন্ত্রী শেখ রেহানা আক্তার ওয়েবপোর্টালে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন। এরপর দুপুর ২টার পর থেকে শিক্ষার্থীরা অনলাইন, এসএমএস এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার ফল দেখার পদ্ধতিতে কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্বের নিয়ম অনুসারেই শিক্ষার্থীরা অনলাইন ও মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে নিজের ফল জানতে পারবেন।
অনলাইনে ফলাফল দেখা যাবে এই ওয়েবসাইটে: www.educationboardresults.gov.bd
সেখানে শিক্ষার্থীদের পরীক্ষার নাম, পাসের বছর, বোর্ডের নাম, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে দিয়ে সাবমিট করলে ফলাফল দেখা যাবে।
প্রতিটি বোর্ডের জন্য নির্দিষ্ট কোড ব্যবহার করে এসএমএস পাঠিয়ে ফলাফল জানা যাবে। যে কোনো মোবাইল ফোন অপারেটর থেকে নিচের ফরম্যাটে ১৬২২২ নম্বরে মেসেজ পাঠাতে হবে।
সাধারণ শিক্ষা বোর্ডের নিয়ম:
makefile
Copy
Edit
SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> সাল
উদাহরণ: SSC DHA 123456 2025
পাঠাতে হবে 16222 নম্বরে।
মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নিয়ম:
মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থীদের ফল জানতে হলে আগে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।
makefile
Copy
Edit
Dakhil <স্পেস> MAD <স্পেস> রোল নম্বর <স্পেস> সাল
উদাহরণ: Dakhil MAD 123456 2025
পাঠাতে হবে 16222 নম্বরে।
প্রি-রেজিস্টার করা নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।
কারিগরি বোর্ডের ফল জানার নিয়ম:
makefile
Copy
Edit
SSC <স্পেস> TEC <স্পেস> রোল নম্বর <স্পেস> সাল
উদাহরণ: SSC TEC 123456 2025
পাঠাতে হবে 16222 নম্বরে।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ও ডাউনলোড
শিক্ষার্থীরা চাইলে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে পূর্ণ রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন। যেসব শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের সম্মিলিত ফলাফল দেখতে চান, তারা শিক্ষা প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে বোর্ড ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করতে পারবেন।
এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড, এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন মোট ১৮ হাজার ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।
সাধারণ শিক্ষা বোর্ডে অংশগ্রহণকারী: ১৪,৯০,১৪২ জন শিক্ষার্থী। ছাত্র: ৭,০১,৫৩৮ জন ও ছাত্রী: ৭,৮৮,৬০৪ জন। কেন্দ্র সংখ্যা: ২,২৯১টি।
মাদ্রাসা শিক্ষা বোর্ড: ২,৯৪,৭২৬ জন শিক্ষার্থী। ছাত্র: ১,৫০,৮৯৩ জন ও ছাত্রী: ১,৪৩,৮৩৩ জন। কেন্দ্র সংখ্যা: ৭২৫টি ও প্রতিষ্ঠান: ৯,০৬৩টি।
কারিগরি শিক্ষা বোর্ড: ১,৪৩,৩১৩ জন শিক্ষার্থী। ছাত্র: ১,০৮,৩৮৫ জন ও ছাত্রী: ৩৪,৯২৮ জন।
প্রতিবছরের মতো এবারও পরীক্ষার প্রায় দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হচ্ছে। সচরাচর ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যা এবারও বজায় রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বোর্ডগুলো জানিয়েছে, ফল প্রকাশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এসএসসি ও সমমান পরীক্ষার ফল শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের প্রথম বড় ধাপ। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে কলেজে ভর্তি, শিক্ষাবৃত্তি, ও পেশাগত পরিকল্পনার দিকেও নজর দিতে হবে শিক্ষার্থীদের। অভিভাবকদেরও উচিত হবে সন্তানদের মানসিকভাবে সহায়তা করা এবং ফলাফলের ভিত্তিতে বাস্তব পরিকল্পনা তৈরি করতে সহযোগিতা করা।
পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা।
বাংলাবার্তা/এমএইচ