
ছবি: সংগৃহীত
চাকরি প্রত্যাশী হাজারো প্রার্থীকে অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হয়েছে ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) মঙ্গলবার (১ জুলাই) এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই বিশেষ বিসিএসের লিখিত ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুলাই (বৃহস্পতিবার)।
পরীক্ষাটি হবে এমসিকিউ (MCQ) টাইপ, যা দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে আয়োজিত হবে। সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, অর্থাৎ মোট দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা নেওয়া হবে।
উল্লেখ্য, এই বিসিএসটি “বিশেষ” ক্যাটাগরিতে আয়োজন করা হচ্ছে, যা মূল বিসিএস নিয়োগ ব্যবস্থার বাইরে এক ধরনের আলাদা ও উদ্দেশ্যনির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়া। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দেশের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী মাঝেমধ্যে এ ধরনের বিশেষ বিসিএস আয়োজন করে থাকে।
৪৮তম বিশেষ বিসিএস আয়োজনের পেছনে মূলত নির্দিষ্ট পেশাজীবী ক্যাডারে জনবল ঘাটতি পূরণ করার লক্ষ্যেই নিয়োগপ্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। এর আওতায় মূলত মেডিকেল, শিক্ষা, প্রশাসন বা অন্যান্য বিশেষ খাতে নিয়োগ দেওয়া হয়ে থাকে। যদিও এবারের বিসিএসে কোন খাতে কতজনকে নিয়োগ দেওয়া হবে—তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
পরীক্ষার হল, আসন বিন্যাস, প্রবেশপত্র সংক্রান্ত নির্দেশনা, এবং পরীক্ষার সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য যথাসময়ে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে। এ ছাড়া টেলিটকের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকেও এসব তথ্য পাওয়া যাবে।
প্রার্থীদের অবশ্যই পরীক্ষার আগে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে হবে এবং নিয়মাবলি ভালোভাবে পড়ে তা অনুসরণ করতে হবে।
পিএসসি সূত্র বলছে, পরীক্ষার দিন যেকোনো ধরনের ডিজিটাল ডিভাইস, স্মার্টঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর ইত্যাদি সঙ্গে আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার্থীদেরকে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে এবং নির্ধারিত আসনে বসতে বলা হয়েছে।
বিশেষ বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য সফলতা কামনা করে পিএসসি বলেছে, নিয়মতান্ত্রিক, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরিবেশে পরীক্ষা আয়োজনই তাদের প্রধান অগ্রাধিকার।
গত কয়েক বছর ধরে বাংলাদেশে সরকারি চাকরিতে প্রবল প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বিসিএস ক্যাডারে প্রবেশের সুযোগ পাওয়া তরুণ-তরুণীদের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত একটি অর্জন। তবে এ বছরের রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক পুনর্গঠনের কারণে বেশ কিছু বিসিএস পরীক্ষার সময়সূচি স্থগিত বা পরিবর্তন হয়। এই প্রেক্ষাপটে ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে—এটি চাকরি প্রত্যাশীদের জন্য একটি স্বস্তির খবর।
সরকারি চাকরিপ্রার্থীদের মাঝে নতুন আশার সঞ্চার করে পিএসসি ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। পরীক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে। পরীক্ষার দিন, নিয়ম ও তথ্য সম্পর্কে আপডেট পেতে নিয়মিত পিএসসি ও টেলিটকের ওয়েবসাইটে চোখ রাখার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাংলাবার্তা/এমএইচ