
ছবি: সংগৃহীত
প্রবাসের মাটিতে হঠাৎ দেখা—আর সেটা যদি হয় ছোটপর্দার প্রিয় দুই চরিত্র কাবিলা ও ইভার, তাহলে সেটি ভক্তদের চোখে নিছক এক পুনর্মিলন নয়, বরং এক অমূল্য স্মৃতির পুনর্জাগরণ। জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’–এর অন্যতম সফল জুটি জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা সম্প্রতি এক হয়েছেন কানাডায়। আর এই সাক্ষাৎ মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, হয়ে উঠেছে ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দু।
বর্তমানে পারসা ইভানা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি অভিনয়ে উচ্চতর প্রশিক্ষণ নিতে একটি বিশেষ কোর্সে অংশ নিচ্ছেন। অন্যদিকে জিয়াউল হক পলাশ বাংলাদেশ থেকে গিয়েছেন কানাডায় একটি সাংস্কৃতিক পুরস্কার অনুষ্ঠানে অংশ নিতে। ইভানাও আমন্ত্রিত হয়েছিলেন একই অনুষ্ঠানে। ব্যস, দুই ভিন্ন দেশ থেকে কানাডায় এসে এক হয়েছেন ‘কাবিলা’ ও ‘ইভা’।
অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ও পরে দুজনই সময় করে একান্তে দেখা করেন। তাদের কথায় উঠে আসে পুরোনো দিন, ব্যাচেলর পয়েন্ট–এর শুটিংয়ের মুহূর্ত, একসঙ্গে কাজ করার স্মৃতি এবং তাদের জনপ্রিয় চরিত্রগুলো ঘিরে দর্শকের আবেগ। সেসব মুহূর্ত ধরে রাখতে তোলা হয় একাধিক ছবি।
ছবিগুলো যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পলাশ ও ইভানা, মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে। ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (সাবেক টুইটার)—সব জায়গাতেই ঘুরে বেড়াতে থাকে সেই ছবিগুলো। ভক্তরা আনন্দে ভাসিয়ে দেন কমেন্টবক্স। কেউ লেখেন, “এই ছবি দেখে চোখে পানি চলে এলো, কাবিলা-ইভা মানেই একটা সময়, একটা অনুভূতি।”
আবার কেউ লিখেছেন, “আল্লাহর ওয়াস্তে ব্যাচেলর পয়েন্ট আবার শুরু করো, তোমাদের chemistry মিস করি খুব।”
জিয়াউল হক পলাশের ‘কাবিলা’ চরিত্রটি যেমন ছিল হাস্যরসের প্রাণকেন্দ্র, তেমনি পারসা ইভানার ‘ইভা’ ছিল গল্পের আবেগী ও বাস্তবিক এক চরিত্র। দুজনের মজার-রাগের-ভালবাসার টানা-পোড়েন দর্শক মুগ্ধ হয়ে দেখতেন। তাদের পারস্পরিক অভিনয়, একে অপরকে নিয়ে খুনসুটি ও জীবনঘনিষ্ঠ সংলাপ দর্শকের মনে গেঁথে গিয়েছিল।
ব্যাচেলর পয়েন্টের দর্শকপ্রিয়তার পেছনে যেমন পুরো টিমের অবদান ছিল, তেমনি কাবিলা-ইভার সম্পর্ক ছিল অন্যতম আকর্ষণ।
এই হঠাৎ পুনর্মিলনের ছবি দেখে অনেকেই আবারও ব্যাচেলর পয়েন্ট ফিরে পাওয়ার আশা ব্যক্ত করেছেন। কেউ কেউ লিখেছেন, “তোমাদের এমনভাবে একসঙ্গে দেখে মনে হলো পুরোনো দিনগুলোতে ফিরে গেছি।”
আরেকজন লেখেন, “জীবনে অনেক সিরিজ দেখেছি, কিন্তু ব্যাচেলর পয়েন্টের মতো মনে দাগ কাটতে পারেনি কিছুই। তোমাদের দেখা মানে যেন আমরা আবার নতুন করে সেই সময়টা পেলাম।”
অনস্ক্রিনে জনপ্রিয় এই জুটির বাস্তব জীবনের বন্ধুত্বও বেশ দৃঢ়। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার সুবাদে দুজনের মধ্যে গড়ে উঠেছে গভীর পারস্পরিক শ্রদ্ধাবোধ। তাদের একসঙ্গে দেখা গেলেই ভক্তরা মনে মনে এই বন্ধুত্বকে স্বাগত জানান।
ছোট পর্দার চরিত্র কখনো কখনো এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে, বাস্তব জীবনের কোনও ঘটনাও মানুষ রূপকথার মতো গ্রহণ করে। কাবিলা-ইভার কানাডায় এই হঠাৎ মিলনও তেমনই একটি মুহূর্ত, যা ব্যাচেলর পয়েন্টপ্রেমী দর্শকদের কাছে হয়ে উঠেছে এক আবেগঘন পুরস্কার।
হয়তো এটাই নতুন করে কোনো সিরিজে আবার তাদের একসঙ্গে দেখার ইঙ্গিত নয়, কিন্তু ভক্তদের হৃদয়ে তারা আবারও একসঙ্গে জায়গা করে নিলেন—চিরচেনা ‘তুমি আমি কাবিলা-ইভা’ রূপে।
বাংলাবার্তা/এমএইচ