
ছবি: সংগৃহীত
এশিয়ান কাপে নিজেদের সবশেষ ম্যাচটা একরাশ হতাশাই উপহার দিয়ে গেছে বাংলাদেশকে। হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলের ওই ম্যাচটা জিততে পারলে পরিস্থিতিটা কী দারুণই না হতে পারত বাংলাদেশের!
তবে সেই হারের পরও বাংলাদেশের মূল পর্বে খেলার আশা শেষ হয়ে যায়নি। সমীকরণ মিলাতে পারলে এবারই এশিয়ান কাপের মূল পর্বে চলে যেতে পারবে হামজা চৌধুরীরা।
বাংলাদেশের সামনে এখন একটাই পথ খোলা। যদি পরের তিনটি ম্যাচ জেতা যায়, তবেই এশিয়ান কাপের টিকিট মিলবে দলের।
বর্তমানে ১ পয়েন্ট নিয়ে সি গ্রুপের তলানিতে অবস্থান করছে বাংলাদেশ। পরের তিন ম্যাচ জিতলে ১০ পয়েন্টে গিয়ে ঠেকবে দলের পয়েন্ট। তখনও অবশ্য কাজ শেষ হয়ে যাবে না। নজর রাখতে হবে গ্রুপের অন্য দলগুলোর দিকেও। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং। মূল পর্বে খেলতে হলে ‘তাদের ক্ষতির’ প্রার্থনা করতে হবে।
কোনোভাবেই সিঙ্গাপুর আর ভারতের বিপক্ষে হংকং জিততে পারবে না। সেটা হলে ১০ পয়েন্ট হয়ে যাবে হংকংয়ের। এদিকে বাংলাদেশকে হারাতে হবে ভারতকে। সেটা হলেই মোটামুটি এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে টিকিট কাটবে দল। হারাতে পারলে ভারতকে নিয়ে কোনো চিন্তা থাকবে না। কিন্তু সিঙ্গাপুরও হতে পারে মাথাব্যথার কারণ। তারাও যত কিছুই করুক না কেন, যাতে ১০ পয়েন্ট ছুঁতে না পারে, সেদিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে।
সব মিলিয়ে বাংলাদেশের সামনে সমীকরণটা এখন সহজ। হংকং, ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশকে জিততে হবে প্রতিটি ম্যাচে। সঙ্গে হংকং আর সিঙ্গাপুরের অনিষ্টও চাইতে হবে দলের।
বাংলাবার্তা/এমএইচ