
ছবি: সংগৃহীত
যুদ্ধবিরতির তথাকথিত সীমারেখা অতিক্রম করার অভিযোগ তুলে ৩ ফিলিস্তিনিকে হত্যার কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আজ মঙ্গলবার সকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর টাইমস অব ইসরায়েলের।
আইডিএফ জানিয়েছে, আজ সকালে গাজা সিটির পূর্বাঞ্চলীয় শুজাইয়া এলাকায় তিনজন ফিলিস্তিনি সন্দেহভাজন যুদ্ধবিরতির অংশ হিসেবে নির্ধারিত তথাকথিত ‘হলুদ রেখা’ অতিক্রম করে সৈন্যদের কাছে চলে এসেছিল।
আইডিএফ দাবি করেছে, সন্দেহভাজনদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা নির্দেশ না মানায় ‘হুমকি দূর করার জন্য’ গুলি চালানো হয়।
তারা আরো বলেছে, গাজার বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হচ্ছে, তারা যেন আমাদের নির্দেশনা মেনে চলে এবং এলাকায় মোতায়েন সৈন্যদের কাছাকাছি না আসে।
বাংলাবার্তা/এমএইচ