
ছবি : বাংলাবার্তা
মুমিনের ইবাদতের বসন্তকাল পবিত্র রমজান। পবিত্র রমজান মুমিনের পাপাচার ক্ষমা করানোর অনন্য মাধ্যম। একটি ফরজ আমলে সত্তরটি ফরজ আমলের সাওয়াব পাওয়া যায়। আর একটি নফল আমলে একটি ফরজ আমলের সাওয়াব পাওয়া যায়।
বিখ্যাত সাহাবি হজরত কাব বিন আজরাহ (রা.) বলেন, একদিন প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবিদের উদ্দেশে বললেন- তোমরা মিম্বরের কাছাকাছি হয়ে বসো। সাহাবায়ে কেরাম সবাই কাছাকাছি হয়ে বসলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখেন এবং বলেন, ‘আমিন’। অতঃপর দ্বিতীয় সিঁড়িতে পা রাখেন এবং বলেন, 'আমিন'। অনুরূপ তৃতীয় সিঁড়িতে পা রেখেও তিনি বলেন, 'আমিন'। বয়ান শেষে মিম্বর থেকে নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নেমে আসলে কৌতূহলী হয়ে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আপনাকে তো আগে কখনো এমন করতে দেখিনি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি তখন হজরত জিবরাইল (আ.) উপস্থিত হয়ে বললেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েছে কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারেনি সে ধ্বংস হোক। তখন আমি বললাম, 'আমিন'। অতঃপর যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখি, তখন জিবরাইল (আ.) বললেন, যার নিকট আপনার নাম পেশ করা হয়েছে কিন্তু সে আপনার প্রতি দরূদ পড়েনি সে ধ্বংস হোক। তখনও আমি বললাম 'আমিন'। সর্বশেষ যখন তৃতীয় সিঁড়িতে পা রাখি, তখন জিবরাইল (আ.) বললেন, যে ব্যক্তি তার পিতা-মাতার কাউকে তাদের বৃদ্ধাবস্থায় পেয়েছে, কিন্তু তাদের খেদমত, সেবা-যত্ন করে জান্নাতের মালিক হতে পারেনি সেও ধ্বংস হোক। তখনও আমি বললাম, 'আমিন'। (বায়হাকী, হাদিস, ১৫৭২)
আরও পড়ুন : বেফাকের ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষা আগামীকাল, পরীক্ষার্থী ৩ লক্ষাধিক
২০২৪ সালের পবিত্র রমজান ও পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল। মহান আল্লাহর বিধানাবলি সুস্থ-স্বাভাবিক, প্রাপ্ত বয়স্কদের জন্য পালন করা আবশ্যক। মহান আল্লাহ তাঁর আদেশ-নিষেধ মেনে হালাল উপার্জন এবং ধর্মীয় বিধান পালনের নির্দেশ দিয়েছেন।
পবিত্র রমজানের সম্ভাব্য তারিখ
আগামী ১২ অথবা ১৩ মার্চ শুরু হতে পারে ২০২৪ সালের রহমত, বরকত ও মাগফিরাতের মাস পবিত্র রমজান। (শাবান মাসের শেষে রমজানের চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে।)
পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ
পবিত্র রমজানের রোজার পরেই উদযাপিত হয় মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। যদি রমজান মাস ১২ মার্চ শুরু হয় তবে ঈদুল ফিতর পালিত হবে ১০ অথবা ১১ এপ্রিল। আর রমজান মাস ১৩ মার্চ শুরু হলে ঈদুল ফিতর পালিত হবে ১১ অথবা ১২ এপ্রিল।
গতকাল রোববার (১১ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, দেশের আকাশে হিজরি শাবান মাসের চাঁদ দেখা গেছে। তাই আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হয়েছে। সেই হিসাবে শাবানের ১৪ তারিখ দিবাগত রাতে (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শবে বরাত পালিত হবে।
বাংলাবার্তা/জেডএইচ