
ছবি: বাংলাবার্তা
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল থেকে। পরীক্ষার্থী ৩ লক্ষাধিক।
আগামীকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে। তবে ১৬ ফেব্রুয়ারি শুক্রবার শুধু ফযিলতের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হবে বেলা সাড়ে ১১টায়।
বেফাকের পরীক্ষায় অংশ নেবে কওমি মাদরাসার বালক ও বালিকা শাখার ছয় স্তরের শিক্ষার্থীরা।
বেফাকের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বেফাক জানায়, ইতোমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এ বছরের কেন্দ্রীয় পরীক্ষায় সর্বমোট ৪৬টি জোনের আওতায় ২,০৫৮টি কেন্দ্রে ৩,২৫,৩২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। তন্মধ্যে ছাত্র ১,৩৪,৭২৩ জন ও ছাত্রী ১,৯০,৬০১ জন। এছাড়া কেন্দ্রীয় পরীক্ষা সুষ্ঠু সম্পাদনের লক্ষে সারা দেশে ৮,০৫৫ জন নেগরান ও ৫,০৫১ জন মুমতাহিন নিয়োজিত রয়েছে।
আরও পড়ুন : পবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিগত বছরের ন্যায় এ বছরও প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার কিছুসময় পূর্বে কেন্দ্রীয় পরীক্ষা পর্যবেক্ষণ কমিটির তত্ত্বাবধানে সারাদেশের সকল কেন্দ্রে অনলাইনে প্রশ্নপত্র প্রেরণের পরপরই প্রশ্ন প্রিন্ট করে পরীক্ষার্থীদের হাতে দেয়া হবে। প্রযুক্তির এরূপ ব্যবহার সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছে। আগত কেন্দ্রীয় পরীক্ষা গ্রহণের জন্য প্রশাসনিক ও সামাজিক সকলের সহযোগিতা একান্ত কাম্য ।
মাদরাসা আবু হুরাইরা (রা.) উত্তরা, ঢাকার মুহতামিম মুফতি জুনায়েদ আহমদ বলেন, দেশের কওমি মাদরাসাগুলো নৈতিক, আদর্শিক মানুষ গড়ার কারিগর। বিনা বেতনে বা নাম মাত্র বেতনে গরীব, অসহায় ছেলে-মেয়েদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলছেন কওমি শিক্ষকগণ। পরীক্ষায় সবাই ভালো ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ হোক- এই কামনা।
বাংলাবার্তা/জেডএইচ