
ছবি: সংগৃহীত
বিএনপি ক্ষমতায় গেলে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার অঙ্গীকার করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, ফ্যাসিবাদের দেড় দশকের অবসান ঘটিয়ে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইনশাল্লাহ, জনগণের রায় পেলে ধানের শীষে ভোট নিয়ে দেশ গড়ার সুযোগ দেবেন।’
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত ‘যুব সমাবেশের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনা’ শীর্ষক আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘আমার নেতাকর্মী, সংবাদকর্মী এবং সাধারণ জনগণের কাছে আমার আহ্বান—আপনারা ধানের শীষে ভোট দিন, আমরা দেশ চালাব মিলেমিশে। বিএনপি কোনো দলীয় স্বার্থ নয়, বরং দেশের সকল মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে নীতি নির্ধারণ করবে।’
প্রযুক্তিনির্ভর দক্ষ যুবশক্তি গড়ে তোলার জন্য বিস্তারিত কর্মপরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি। বেকার যুবকদের কাজের সুযোগ দেওয়া হবে, যাতে দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে সর্বোচ্চ কাজে লাগানো যায়।
তিনি ব্যাখ্যা করেন, ‘একটি দেশের অর্ধেকের বেশি জনসংখ্যা যখন কর্মক্ষম বয়সে থাকে, তখন সেটি দেশের জন্য বিশাল সম্পদ। বাংলাদেশও সেই অবস্থায় আছে। এখন শুধু এই সম্ভাবনাময় জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে।’
তারেক রহমান আরও বলেন, ‘কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে তুললে এই বিপুল তরুণ জনসংখ্যা দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি হয়ে উঠবে।’
বাংলাবার্তা/এমএইচ