
ছবি: সংগৃহীত
প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ বাংলাদেশের অর্থনীতিকে ভাঙা অবস্থা থেকে টেনে এনে শক্ত ভিত গড়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “মাত্র এক বছরের মধ্যে অর্থনীতির ভিত্তি মজবুত হয়েছে, এর মূল কৃতিত্ব প্রবাসীদের।”
১২ আগস্ট মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। শহরের একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক প্রবাসী অংশ নেন।
ড. ইউনূস বলেন, অতীতের স্বৈরশাসন আমলে রাষ্ট্রীয় অর্থ লুট করে ব্যাংকগুলো খালি করে দেওয়া হয়েছিল, যার ফলে পুরো আর্থিক ব্যবস্থা ভেঙে পড়ে।
“যে সংকট সৃষ্টি হয়েছিল, তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে শুধুমাত্র রেমিটেন্সের জোরে,” তিনি উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা আরও জানান, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
মালয়েশিয়ার ব্যবসায়ী ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, “মালয়েশিয়ার পক্ষ থেকে উল্লেখযোগ্য বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে।”
অধ্যাপক ইউনূস জানান, প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে যারা অবৈধ অবস্থায় আছেন, তাদের সমস্যার সমাধানে সরকার দ্রুত উদ্যোগ নেবে। পাশাপাশি তিনি অভিবাসন প্রত্যাশীদের পরামর্শ দেন—শুধুমাত্র বৈধ নথি নিয়ে বিদেশে যাওয়ার জন্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান। বক্তব্য দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
ড. ইউনূস বর্তমানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে রয়েছেন। সোমবার তিনি কুয়ালালামপুরে পৌঁছান।
বাংলাবার্তা/এমএইচ