
ছবি: সংগৃহীত
দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের অন্তত আটটি জেলায় নদীর পানি বিপদসীমা অতিক্রমের ঝুঁকি দেখা দিয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও স্থায়ী ভারি বর্ষণের কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে।
কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, জুলাইয়ের শেষ দিক থেকে উত্তর-পশ্চিমাঞ্চল ও ভারতের গঙ্গা-ব্রহ্মপুত্র অববাহিকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এর ফলে গঙ্গা ও পদ্মা নদীর পানির সমতল দ্রুত বেড়েছে।
আগামী ১২ থেকে ১৪ আগস্ট পর্যন্ত রংপুর বিভাগ ও ভারতের সিকিম, হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং আসামের বহু স্থানে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের মাত্রা ২০০ থেকে ২৫০ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এর প্রভাবে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি হঠাৎ বেড়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
গঙ্গা নদীর পানি আগামী ১৫ আগস্ট পর্যন্ত স্থিতিশীল থাকবে, এরপর ধীরে ধীরে নামতে শুরু করবে। তবে যমুনা ও গঙ্গার মিলিত প্রভাবে পদ্মা নদীর পানি আগামী ১৬ আগস্ট পর্যন্ত সতর্কসীমায় থাকতে পারে। এতে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা ও মানিকগঞ্জ জেলার কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে ডুবে যেতে পারে। ১৯ আগস্টের পর থেকে ২৭ আগস্ট পর্যন্ত ধীরে ধীরে পানি হ্রাস পাবে।
বাংলাবার্তা/এমএইচ