
ছবি : সংগৃহীত
অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সাম্প্রতিক ছাত্র-জনতার দাবি এবং খোদ বাংলাদেশ ব্যাংকে ব্যাপক বিক্ষোভের প্রেক্ষিতে গত ৯ আগস্ট গভর্নর পদ থেকে পদত্যাগ করেন আবদুর রউফ তালুকদার। তার বিরুদ্ধে বিদায়ী আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অসাধু ব্যবসায়ীদের অনৈতিক সুবিধা দেয়ার অভিযোগ রয়েছে।
বাংলাবার্তা/এআর