
ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম। এখন থানার কার্যক্রম শুরুর পাশাপাশি আজ শুরু হয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কার্যক্রমও।
মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১টায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, সারাদেশে ৬৩৯ থানা রয়েছে, যার মধ্যে ১১০টি মেট্রোপলিটন থানা। এর মধ্যে ১০৮টি মেট্রোপলিটন থানার কার্যক্রম চলছে।
বাংলাবার্তা/এআর