ছবি: সংগৃহীত
আঞ্চলিক পর্যায়ে যাতে বেশি বেশি ম্যাচ আয়োজন করা যায় এবং উইকেটের মান ভালো থাকে সেজন্য ১০০ উইকেট বানানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার বোর্ড সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
তিনি বলেন, ‘২০২৬ সালে আমরা অন্তত ১০০ উইকেট বানানোর পরিকল্পনা নিয়েছি। আমাদের যেসব মাঠ আছে। সেখানে নতুন উইকেট বানানো হবে। যেসব মাঠে উইকেট আছে, সেখানে নতুন উইকেট প্রস্তুত করা হবে। যাতে ম্যাচের সংখ্যা বাড়তে পারে আবার উইকেটের মানও ভালো থাকে।’
আমজাদ হোসেন জানান, বোর্ড সভায় জেলা পর্যায়ে ক্রিকেট এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গত বছর ১২টি জেলায় ক্রিকেট হয়েছিল। এবার তারা অন্তত ৪০টি জেলায় ক্রিকেট শুরু করতে চান। এছাড়া অনূর্ধ্ব-২৩ ক্রিকেট টুর্নামেন্ট চালুর সিদ্ধান্তও হয়েছে।
তিনি বলেন, ‘নতুন একটা সিদ্ধান্ত হচ্ছে আমরা অনূর্ধ্ব-২৩ রাইজিং স্টার ক্রিকেট টুর্নামেন্ট করবো। আমাদের অনূর্ধ্ব-১৯ এর পরে কোন বয়সভিত্তিক টুর্নামেন্ট ছিল না। এটা অনেকটা বিসিএলের মতো করে ফেব্রুয়ারিতে শুরু হবে। প্রাথমিকভাবে পরিকল্পনা ডাবল লিগ পদ্ধতিতে চট্টগ্রামের দুটো স্টেডিয়ামে ম্যাচগুলো করা। ফাইনালটা ঢাকায় হবে।’
বোর্ড সভায় আসন্ন নারীদের ঘরোয়া মৌসুমে ক্লাবগুলোকে ৭-৮ শতাংশ বেশি প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিসিবি পরিচালক আমজাদ জানান, নারীদের ২০২৫-২৬ মৌসুমের প্রিমিয়ার লিগে অংশ নেওয়া দলগুলো ৬ লাখ ৭৫ হাজার টাকা এবং প্রথম শ্রেণির লিগের দলগুলো ৪ লাখ টাকা পাবে। গত মৌসুমের চেয়ে দলগুলো গড়ে ৭-৮ শতাংশ বেশি অর্থ পাবে বলে জানান তিনি।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



