ছবি : সংগৃহীত
সচিবালয়ে আগুন লাগার ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের কমিটি করা হবে। এতে পাঁচ থেকে এগারো জন সদস্য থাকতে পারেন।
সচিবালয়ের সামনে আজ (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় সাংবাদিকদের এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এসময় গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানও উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগুন লেগেছিল ৬ তলায়। পরে ৩ ও ৮ লায় ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। দু-তিনজন আহত হয়েছেন।
এই অগ্নিকাণ্ডে কোনো নাশকতা থাকতে পারে কি-না সেটি তদন্তের পর তা বলা যাবে বলে জানান উপদেষ্টা।
ফায়ার সার্ভিসের ডিজি বলেন, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন আহত হন। তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। সোহানুজ্জামান তেজগাঁওয়ে স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়।
.png)
.png)
.png)



