ছবি : সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই জীবন বাঁচাতে পালিয়েছেন বাংলাদেশে এসেছেন মিয়ানমারের ৬০ হাজারের বেশি রোহিঙ্গা নাগরিক। এই অনুপ্রবেশকারীদের বায়োমেট্রিক নিবন্ধনের আওতায় আনার জন্য সরকারকে চাপ দিচ্ছে জাতিসংঘ এবং তাদের মিত্র ও সমমনা পশ্চিমা দেশগুলো। কিন্তু ইউনূস সরকার বিষয়টিকে চাপ হিসেবে না নিয়ে ধীর ও ঠান্ডা মাথায় এগোচ্ছে।
এ অবস্থায় প্রশ্ন দেখা দিয়েছে, আগামীতে কি এই ৬০ হাজার রোহিঙ্গা বায়োমেট্রিক নিবন্ধনের আওতায় আসতে? এ নিয়ে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টরা পর্যালোচনা করছেন। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে আরও ফিডব্যাক আর রিভিউ করতে চায় সরকার।
ঢাকার একটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র বলছে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে রোহিঙ্গাবিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৬০ হাজার রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধনের আওতায় আনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, এ বিষয়ে আরও পর্যালোচনা হবে। পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্তে যাবে সরকার।
প্রসঙ্গত, রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধনের কাজে সরকারকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) সহযোগিতা করে থাকে।
বাংলাবার্তা/এমআর
.png)
.png)
.png)



