ছবি: সংগৃহীত
চলতি বছরজুড়ে বলিউডে সিনেমা মুক্তির যেন হিড়িক পড়ে গিয়েছিল। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত অর্ধশতাধিক হিন্দি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও, সবগুলো দর্শকের মন জয় করতে পারেনি। বড় বাজেট, তারকাবহুল কাস্ট কিংবা জোরালো প্রচারণা—সব থাকলেও বক্স অফিসে টিকে থাকা সহজ হয়নি। তবে এই ভিড়ের মধ্যেই মাত্র কয়েকটি সিনেমা দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্যের দিক থেকে বলিউড কাঁপিয়ে দিয়েছে। ২০২৫ সালে সর্বোচ্চ আয় করে আলোচনার শীর্ষে উঠে এসেছে এমন পাঁচটি সিনেমা। বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে সেই আলোচিত সিনেমাগুলোর দিকেই আবারও ফিরে তাকানো যাক।
চলতি বছরে বলিউডে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে মাত্র পাঁচটি ছবি সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে ইতিহাসে জায়গা করে নিয়েছে। গল্প, অভিনয়, নির্মাণশৈলী ও দর্শক গ্রহণযোগ্যতার সমন্বয়ে এসব সিনেমা হয়ে উঠেছে ২০২৫ সালের বলিউডের সবচেয়ে বড় সম্পদ।
তালিকার শীর্ষে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘ছাভা’। মারাঠি সাহিত্যিক শিবাজি সাওয়ান্তের জনপ্রিয় উপন্যাস ‘ছাভা’ অবলম্বনে নির্মিত এই সিনেমাটি দর্শককে ফিরিয়ে নিয়ে যায় মারাঠা ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়ে। সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেন ভিকি কৌশল ও রাশমিকা মন্দনা। ভিকির শক্তিশালী অভিনয় ও রাশমিকার সাবলীল উপস্থিতি সিনেমাটিকে আরও প্রাণবন্ত করে তোলে। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তোলে ‘ছাভা’। দর্শকপ্রিয়তায় সিনেমাটি আয় করেছে ৮০৯ কোটি রুপি, যা একে অনায়াসেই অল টাইম ব্লকবাস্টারের মর্যাদা এনে দিয়েছে। সমালোচকরাও সিনেমাটির নির্মাণ, সংলাপ ও আবেগঘন উপস্থাপনার প্রশংসা করেছেন।
দ্বিতীয় অবস্থানে থাকা সিনেমা ‘সাইয়ারা’ প্রমাণ করেছে যে বড় তারকা ছাড়াও ভালো গল্প ও আবেগ দর্শক টানতে পারে। উচ্চাকাঙ্ক্ষী এক সংগীতশিল্পী ও এক লাজুক সাংবাদিকের বিদ্রোহী প্রেমের গল্প নিয়ে নির্মিত এই রোমান্টিক সিনেমায় অভিনয় করেছেন দুই নতুন মুখ আহান পান্ডে ও অনীত পড্ডা। মাত্র ৯০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি বক্স অফিসে আয় করে নেয় ৫৬৩ কোটি রুপি, যা বলিউডের জন্য একটি বিস্ময়কর সাফল্য। নতুন মুখ হওয়া সত্ত্বেও আহান ও অনীতের রসায়ন দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। ফলে ‘সাইয়ারা’কে সর্বকালের ইন্ডাস্ট্রি হিট হিসেবে ঘোষণা করা হয়।
তৃতীয় স্থানে রয়েছে অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমা ‘কুলি’। দক্ষিণ ভারতের জনপ্রিয় নির্মাতা লোকেশ কনাগারাজের পরিচালনায় এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন সুপারস্টার রজনীকান্ত। থ্রিল ও রহস্যে ভরপুর গল্পে রজনীকান্তের সঙ্গে আরও দেখা যায় আমির খান, নাগার্জুন, উপেন্দ্র, শ্রুতি হাসান ও সত্যরাজের মতো তারকাদের। বিশেষ চমক হিসেবে ছিলেন পূজা হেগড়ে। তারকাবহুল এই সিনেমাটি বক্স অফিসে ৪৫০ কোটি রুপি আয় করলেও, প্রত্যাশার তুলনায় কম সাড়া পাওয়ায় একে এভারেজ হিসেবে ঘোষণা করা হয়। তবুও রজনীকান্তের উপস্থিতি ও নির্মাণশৈলীর কারণে সিনেমাটি বছরের অন্যতম আলোচিত ছবিতে পরিণত হয়।
চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সিনেমা ‘ওয়ার টু’। দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর ও বলিউড সুপারস্টার হৃতিক রোশনের মুখোমুখি উপস্থিতি দর্শকের আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেয়। পাক-ভারত সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত এই অ্যাকশনধর্মী সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করেন কিয়ারা আদভানি। দুর্দান্ত অ্যাকশন দৃশ্য, দেশপ্রেম ও তারকাদের শক্তিশালী অভিনয়ের কারণে সিনেমাটি বক্স অফিসে ৩২৫ কোটি রুপি আয় করে নেয়।
পঞ্চম ও শেষ স্থানে রয়েছে ব্যতিক্রমী ঘরানার অ্যানিমেটেড সিনেমা ‘মহাবতার নরসিংহ’। পৌরাণিক কাহিনির ওপর নির্মিত এই সিনেমাটি ভারতের সর্বকালের সর্বোচ্চ আয়কারী অ্যানিমেটেড সিনেমার খেতাব অর্জন করেছে। গল্পে দেখানো হয় এক নিষ্পাপ শিশুকে, যে হিন্দু দেবতা বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। তার এই ভক্তির কারণে দুষ্ট অসুর হিরণ্যকশিপু নিজের সন্তানকেই বারবার হত্যা করার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। শেষ পর্যন্ত অন্যায় দমনে বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহ অর্ধ-মানব অর্ধ-সিংহ রূপে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে ধ্বংস করেন। আবেগ, ধর্মীয় বিশ্বাস ও আধুনিক অ্যানিমেশন প্রযুক্তির মেলবন্ধনে সিনেমাটি শিশু থেকে শুরু করে বয়স্ক দর্শক—সব বয়সী মানুষের মন জয় করে নেয়। সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৩২৬ কোটি রুপি।
সব মিলিয়ে ২০২৫ সাল বলিউডের জন্য ছিল চ্যালেঞ্জ ও সাফল্যের মিশ্র বছর। অসংখ্য সিনেমার ভিড়ে এই পাঁচটি ছবি দর্শকের ভালোবাসা ও বক্স অফিস সাফল্যে আলাদা করে নিজেদের অবস্থান তৈরি করেছে, যা বলিউডের ইতিহাসে ২০২৫ সালকে স্মরণীয় করে রাখবে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



