
ছবি: সংগৃহীত
কঙ্গোর রাজধানী কিনশাসায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করা বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট ব্যানএফপিইউ-১ এর সদস্যরা পেয়েছেন জাতিসংঘ শান্তিরক্ষা পদক। তাদের অসামান্য অবদান ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার (৭ আগস্ট) এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি বিন্টু কেইটা। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন মঙ্গলবার (১২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিএএনএফপিইউ-১, রোটেশন-১৭ এর কন্টিনজেন্ট কমান্ডার পুলিশ সুপার কাজী রুবাইয়াত রুমীর নেতৃত্বে বর্তমানে ১৭৮ জন শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ৬৮ জন নারী এ পদক লাভ করেন। একই অনুষ্ঠানে এমওএনইউএসসিও কিনশাসায় কর্মরত ২৩ জন ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসারকেও পদক দেওয়া হয়।
বিন্টু কেইটা বলেন, বাংলাদেশ পুলিশের সদস্যরা তাদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে জাতিসংঘের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বিশেষ করে নারী শান্তিরক্ষীদের অবদান জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নের অনন্য উদাহরণ।
এমওএনইউএসসিও’র ভারপ্রাপ্ত কমিশনার জেনারেল আলাইন বামেনো বিএএনএফপিইউ-১ এর অপারেশনাল দক্ষতা, জনসম্পৃক্ততা এবং স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বিত কার্যক্রমের প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্যারেড মার্শালের দায়িত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল এবং প্যারেড কমান্ডার ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার। ২০২৪ সালের ২৭ মে থেকে শুরু হওয়া এই দায়িত্বে কন্টিনজেন্টটি ধারাবাহিকভাবে সুনাম অর্জন করছে।
বাংলাবার্তা/এমএইচ