
ছবি : সংগৃহীত
অপহরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে এ আবেদন করা হয়। এ বিষয়ে শুনানি হলেও এখনো আদেশ হয়নি বলে জানিয়েছেন মামলার বাদী সোহেল রানা।
মামলার অন্য আসামিরা হলো: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক র্যাব ডিজি বেনজির আহমেদ। এছাড়াও র্যাবের অজ্ঞাত ২৫ সদস্যকেও আসামি করা হয়েছে।
এর আগে শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু সাঈদকে হত্যার দায়ে মামলা করা হয়েছে।
বাংলাবার্তা/এআর