
ছবি: সংগৃহীত
বিশ্বের সবচেয়ে বড় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব ক্রিয়েটরদের জন্য আনল নতুন এক যুগান্তকারী ফিচার, যার মাধ্যমে কনটেন্ট নির্মাতাদের আয় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই নতুন ফিচারটির মূল উদ্দেশ্য হলো ভাষার সীমাবদ্ধতা দূর করে ভিডিওকে বিশ্বের প্রতিটি দর্শকের কাছে পৌঁছানো।
ইউটিউব দীর্ঘদিন ধরেই কনটেন্ট নির্মাতাদের আয় করার সুযোগ করে দিয়েছে। লাখ লাখ ক্রিয়েটর প্ল্যাটফর্মের মাধ্যমে মাসে হাজার হাজার ডলার আয় করছেন। তবে ভাষাগত সীমাবদ্ধতা সবসময় একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বিভিন্ন ভাষাভাষী দর্শকরা ভিডিও উপভোগ করতে চাইলেও, সাবটাইটেল বা ভিন্ন চ্যানেলের উপর নির্ভর করতে হতো।
এবার সেই প্রতিবন্ধকতাকে দূর করেছে ইউটিউব। মাল্টি-ল্যাঙ্গোয়েজ অডিও ডাবিং ফিচারের মাধ্যমে ক্রিয়েটররা একই ভিডিওতে একাধিক ভাষার অডিও ট্র্যাক সংযুক্ত করতে পারবেন। ফলে একই ভিডিও একাধিক ভাষাভাষী দর্শকের কাছে পৌঁছে যাবে এবং দর্শক সংখ্যা বৃদ্ধি পাবে।
ইউটিউবের অফিসিয়াল ব্লগ পোস্ট অনুযায়ী, এই ফিচারটি বিশ্বব্যাপী আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছে। এর আগে ফেব্রুয়ারি ২০২৩ থেকে এর পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছিল। পরীক্ষায় অংশ নিয়েছিলেন বড় বড় ইউটিউব ক্রিয়েটররা যেমন—মিস্টার বিস্ট, মার্ক রবার, জেমি অলিভার, নিক ডিজিওভানি। তারা দেখিয়েছেন যে একাধিক ভাষার ভিডিও প্রকাশ করলে দর্শকরা সহজে এবং নতুনভাবে কনটেন্ট ভোগ করতে পারেন।
নতুন ফিচারের মাধ্যমে ক্রিয়েটররা স্বয়ংক্রিয়ভাবে ডাবিং করতে পারবেন না। বরং, তাদের নিজেদেরকেই বিভিন্ন ভাষায় অডিও রেকর্ড করতে হবে। এরপর ইউটিউবের সাবটাইটেল এডিটর টুল ব্যবহার করে ভিডিও আপলোড করতে হবে। সবচেয়ে বড় সুবিধা হলো, আগে থেকে প্রকাশিত ভিডিওতেও নতুন অডিও ট্র্যাক যোগ করা সম্ভব। ফলে, আলাদা চ্যানেল তৈরি করার প্রয়োজন নেই।
ইউটিউবের তথ্য অনুযায়ী, যারা বহু ভাষার অডিও ট্র্যাক ব্যবহার করছেন, তারা দেখেছেন যে মোট ওয়াচ টাইমের ২৫ শতাংশ এসেছে এমন দর্শকদের থেকে, যাদের প্রাথমিক ভাষা ভিডিওর ভাষা থেকে ভিন্ন।
বিখ্যাত শেফ ও ইউটিউব ক্রিয়েটর জেমি অলিভার এই ফিচার ব্যবহার করে তার ভিডিওর ভিউজ তিন গুণ বৃদ্ধি করতে সক্ষম হয়েছেন। এর ফলে কনটেন্ট নির্মাতারা কেবল আয়ই বৃদ্ধি পাচ্ছেন না, বরং খরচও কমছে। আগে থার্ড পার্টি ডাবিং বা ট্রান্সলেশন পরিষেবার উপর নির্ভর করতে হত, যা সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল ছিল।
এই নতুন ফিচারের মাধ্যমে:
-
ক্রিয়েটররা এক ভিডিওতে একাধিক ভাষার অডিও রাখতে পারবেন।
-
পূর্বে যে দর্শকরা তাদের ভাষায় ভিডিও দেখতে পারতেন না, তারা এখন সহজে ভিডিও উপভোগ করতে পারবেন।
-
আয় বৃদ্ধির পাশাপাশি ভিডিওর আন্তর্জাতিক দর্শক সংখ্যা ও ভিউজ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে।
-
থার্ড পার্টি ডাবিং ও অনুবাদে খরচ ও সময় কমবে।
-
নতুন দর্শকরা সহজে ভিডিওতে আকৃষ্ট হবেন, ফলে মার্কেট প্রসার আরও দ্রুত হবে।
ইউটিউবের এই নতুন ফিচার আন্তর্জাতিক স্তরে কনটেন্টের গ্রহণযোগ্যতা বাড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। একাধিক ভাষার অডিওর মাধ্যমে ক্রিয়েটররা তাদের ভিডিও সারা বিশ্বের কোটি কোটি দর্শকের কাছে পৌঁছে দিতে সক্ষম হবেন।
ফলে, ইউটিউবের নতুন মাল্টি-ল্যাঙ্গোয়েজ অডিও ডাবিং ফিচার কেবল কনটেন্ট ক্রিয়েটরদের আয় দ্বিগুণ করবে না, বরং আন্তর্জাতিক দর্শকের যোগাযোগের গতি বৃদ্ধি, ভিডিও ভিউ বৃদ্ধি, খরচ হ্রাস এবং কনটেন্টের বৈশ্বিক মান উন্নয়নের ক্ষেত্রেও বিশেষ অবদান রাখবে।
বাংলাবার্তা/এমএইচ