
ছবি : সংগৃহীত
পার্বত্য অঞ্চলে সংঘর্ষে মৃত্যু ও ভাঙচুরের ঘটনায় অস্থিরতা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে এখন পরিবেশ অনেকটাই স্বাভাবিক। এই অঞ্চলের সার্বিক অবস্থা পরিদর্শন করতে গেছেন অন্তবর্তীকালীন সরকারের ৩ উপদেষ্টা।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে তারা সেখানে বেলা ১১টায় পৌঁছান।
তিন উপদেষ্টা হচ্ছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। পরিদর্শনে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।
সফরসূচিতে রয়েছে বেলা সোয়া ১১টায় রাঙ্গামাটির রাজনৈতিক নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়। বিকাল ৩টায় খাগড়াছড়ির রাজনৈতিক নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলাসংক্রান্ত মতবিনিময়।
বাংলাবার্তা/এআর