
ছবি: সংগৃহীত
ভারতের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ আবারও দর্শকদের সামনে হাজির হতে চলেছে। মুক্তির পর থেকেই এই সিরিজ ঘিরে দর্শকদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছে, তা আজও অটুট। অ্যামাজন প্রাইম ভিডিওর অন্যতম সেরা হিট এই সিরিজের পরবর্তী সিজন নিয়ে এবার নতুন খবর সামনে এসেছে। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, আগামী ২০২৬ সালের শুরুতেই নতুন সিজন স্ট্রিম হতে পারে। তবে নির্দিষ্ট মুক্তির তারিখ এখনও চূড়ান্ত না হওয়ায় ভক্তদের অপেক্ষা আরও কিছুটা দীর্ঘ হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘মির্জাপুর’-এর গল্প এবারও মূল কাহিনীর ধারা বজায় রাখলেও দর্শকদের জন্য থাকছে কিছু ভিন্নতা। কাহিনীর মোড় ঘুরবে কয়েকটি নতুন চরিত্রের আবির্ভাবে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে বাবলু পণ্ডিতের চরিত্র। প্রথম দুই সিজনে এ চরিত্রে অভিনয় করেছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা বিক্রান্ত ম্যাসি। তবে এবার জানা গেছে, তিনি আর এই চরিত্রে ফিরছেন না।
তার পরিবর্তে আসতে পারেন ‘পঞ্চায়েত’ খ্যাত জনপ্রিয় অভিনেতা জিতেন্দ্র কুমার। গুরগাঁও ফিল্মসিটিতে ইতোমধ্যেই শুটিং শুরু হয়েছে। শোনা যাচ্ছে, কয়েক সপ্তাহের মধ্যেই জিতেন্দ্র কুমারও শুটিংয়ে যোগ দেবেন।
বিক্রান্ত ম্যাসির কাছের একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, শুরুতে বাবলুর চরিত্রের জন্য তার কাছেই প্রস্তাব গিয়েছিল। তবে বিক্রান্ত শেষ পর্যন্ত এতে রাজি হননি। কারণ হিসেবে বলা হচ্ছে, সিরিজে আলি ফজল অভিনীত গুড্ডু ভাইয়ার চরিত্রটি প্রথমেই মারা যায়। তাই বাবলুর চরিত্রটিও একই পরিণতি বরণ করতে পারে—এমন আশঙ্কায় বিক্রান্ত নতুন সিজনে কাজ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন।
বিক্রান্তের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন সিরিজটির দুই প্রযোজক ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি। তারা নাকি নিজেরাও মনে করেছেন, একজন শিল্পী যদি চরিত্র নিয়ে অস্বস্তি বোধ করেন তবে তার ইচ্ছাকে প্রাধান্য দেয়াই শ্রেয়।
‘মির্জাপুর’-এর প্রথম সিজন মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। এরপর ২০২০ সালে দ্বিতীয় সিজন মুক্তি পায় এবং বিশাল সাফল্য পায়। সিরিজের প্রধান চরিত্র কালীন ভাইয়া, গুড্ডু পণ্ডিত, বাবলু পণ্ডিত এবং মুন্না ভাইয়া দর্শকদের মনে দাগ কেটেছে। গ্যাংস্টার রাজনীতি, রক্তক্ষয়ী সংঘর্ষ এবং ক্ষমতার দ্বন্দ্বকে ঘিরে এই সিরিজের গল্প তরুণ দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয়।
নতুন সিজন আসছে জেনে ভক্তদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লিখছেন, এবার কাহিনী কোন দিকে মোড় নেবে, তা দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
সব মিলিয়ে বলা যায়, ‘মির্জাপুর’-এর নতুন সিজন ভক্তদের জন্য আরও একবার উত্তেজনা, রহস্য আর রক্তক্ষয়ী ক্ষমতার খেলার গল্প বয়ে আনবে। মুক্তির তারিখ নিয়ে এখনো ধোঁয়াশা থাকলেও ইতোমধ্যেই ভক্তদের প্রত্যাশা আকাশচুম্বী। আর বাবলু পণ্ডিতের চরিত্রে বিক্রান্তের পরিবর্তে জিতেন্দ্র কুমারের আগমন নিঃসন্দেহে এই সিজনের অন্যতম বড় আকর্ষণ হতে যাচ্ছে।
বাংলাবার্তা/এমএইচ