
ছবি: সংগৃহীত
চলচ্চিত্রের নায়িকা পরীমণি প্রায়শই আলোচনায় থাকেন ভিন্নধর্মী বক্তব্য বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট দিয়ে। এবারও তার ব্যতিক্রম হলো না। আওয়ামী লীগের সংরক্ষিত আসনে এমপি হওয়ার আগ্রহ প্রকাশ করা জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস সম্প্রতি বিএনপির একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনের বাইরে শোবিজ জগতেও তোলপাড় শুরু হয়।
এমন প্রেক্ষাপটে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন, যেখানে সরাসরি কারো নাম উল্লেখ না করলেও তার বক্তব্যের টার্গেট যে অপু বিশ্বাস—এমন ধারণা করছেন অনেকেই।
পরীর রহস্যময় স্ট্যাটাস
লাল ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে লেখা সেই স্ট্যাটাসে পরী লেখেন, ‘আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি।’
পোস্টে আরও যোগ করেন তিনি, ‘পল্টিবাজ। সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিস এটা!’
পরীর এই লেখাকে ঘিরেই শুরু হয় নতুন বিতর্ক। নেটিজেনদের অনেকে এটিকে সরাসরি অপু বিশ্বাসকে খোঁচা দেওয়া মন্তব্য হিসেবেই দেখছেন।
নেটিজেনদের প্রতিক্রিয়া
পরীর পোস্ট প্রকাশের কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। পোস্টের নিচে হাজারো মন্তব্য জমা হয়। একজন লিখেছেন, ‘এটা ট্রিকস বোন।’ আরেকজন বিদ্রুপ করে লেখেন, ‘বড় বোনের নামে এসব কেউ বলে!’
এছাড়া অনেকেই পরীমণিকেই খোঁচা দিতে শুরু করেন। কেউ কেউ মন্তব্য করেন, ‘একজন একদিন হিন্দু একদিন মুসলিম, আরেকজন প্রতিদিন একটা করে ছেলের বউ সাজে!’ এই মন্তব্যটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং আলোচনার নতুন মাত্রা তৈরি করে।
শোবিজ অঙ্গনে আলোচনা
শুধু ভক্তরাই নয়, শোবিজ অঙ্গনের অনেকেই বিষয়টি নিয়ে ফিসফাস শুরু করেছেন। কারও মতে, পরীমণি খোলাখুলি না বললেও তার স্ট্যাটাসের উদ্দেশ্য পরিষ্কার। আবার অনেকের মতে, তিনি কৌশল করে বিষয়টি অস্পষ্ট রেখেছেন যাতে সরাসরি দায় এড়ানো যায়।
আগের অভিজ্ঞতা
উল্লেখ্য, পরীমণি এর আগেও বহুবার সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রসঙ্গে স্ট্যাটাস দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। কখনো ব্যক্তিগত জীবন, কখনো চলচ্চিত্র জগতের পরিস্থিতি বা সহকর্মীদের উদ্দেশে দেওয়া তার মন্তব্য আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। এবারের ঘটনাও ব্যতিক্রম নয়।
সমালোচনা ও সমর্থন
কেউ কেউ পরীমণির সাহসী মন্তব্যের প্রশংসা করছেন। তাদের মতে, তিনি অন্তত ভণ্ডামি সহ্য করতে পারছেন না। অন্যদিকে সমালোচকদের দাবি, নিজের জীবনের বিতর্কিত দিকগুলো ভুলে অন্যকে খোঁচা দেওয়া পরীর ঠিক মানায় না।
অপু বিশ্বাসের রাজনৈতিক পদক্ষেপ ও পরীমণির স্ট্যাটাস মিলিয়ে এখন শোবিজ জগতে তৈরি হয়েছে নতুন সমীকরণ। কারও কাছে এটি বিনোদনের খোরাক, আবার কারও কাছে এটি তারকাদের দায়িত্বহীন আচরণের নিদর্শন। তবে নিশ্চিতভাবে বলা যায়, এই বিতর্ক আরও কয়েক দিন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে থাকবে।
বাংলাবার্তা/এমএইচ