
ছবি: সংগৃহীত
ঢালিউড মেগাস্টার শাকিব খান পরিচালিত চলচ্চিত্র ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার ক্ষেত্রে একটি নতুন এবং উত্তেজনাপূর্ণ ঘোষণা এসেছে। দেশের বিনোদন জগতে শাকিব খানের সিনেমাগুলো সবসময়ই দর্শকদের কাছে আলোচিত হয়ে থাকে, কিন্তু এবার সিনেমাটির ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে শাকিব খানের প্রিন্সে যুক্ত হয়েছেন বলিউডের খ্যাতনামা চিত্রগ্রাহক অমিত রায়।
শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে লেখা হয়, “প্রিন্স এখন কিংবদন্তির লেন্সে! বাংলাদেশি সিনেমা এবার এমন ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স উপহার দেবে, যা আগে কখনো দেখা যায়নি।”
অমিত রায়কে ঢালিউডে যুক্ত করার বিষয়টি সিনেমার নির্মাতা আবু হায়াত মাহমুদ গণমাধ্যমকে জানান, “শুরুর থেকেই আমাদের ভিশন ছিল প্রিন্স হবে লার্জার দ্যান লাইফ এক্সপেরিয়েন্স। সেই লক্ষ্য পূরণে অমিত রায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তার অভিজ্ঞতা ও দক্ষতা সিনেমাটির ভিজ্যুয়াল মানকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাবে।”
অমিত রায় বলিউডে বহু সফল সিনেমার চিত্রগ্রাহক হিসেবে পরিচিত। তার কাজের মধ্যে রয়েছে ‘নিঃশব্দ’, ‘দাস কাহানিয়া’, ‘সরকার রাজ’, ‘দম মারো দম’, ‘লাভ আজকাল’, ‘ডানকি’ এবং ‘অ্যানিমেল’-এর মতো সিনেমা। তার ভিজ্যুয়াল স্টাইল এবং সিনেম্যাটোগ্রাফি দেশের বাইরে সমাদৃত। ঢালিউডের এই বড় প্রজেক্টে তার অভিজ্ঞতা শাকিব খানের সিনেমার ভিজ্যুয়াল ধারাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলে ধারণা করা হচ্ছে।
সিনেমা ‘প্রিন্স’-এ শাকিব খানের সঙ্গে তিন নায়িকা দেখা যাবে। এর মধ্যে দুজন ইতিমধ্যেই পরিচিত, আরেকজন নতুন মুখ। যদিও এখনো নায়িকাদের নাম প্রকাশ করা হয়নি।
সিনেমাটি আগামী রোজার ঈদে মুক্তির জন্য প্রস্তুত করা হচ্ছে। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আশা প্রকাশ করেছে, প্রিন্স শুধু বিনোদনই দেবে না, দর্শকরা বাংলাদেশি সিনেমার ভিজ্যুয়াল সম্ভাবনার নতুন মাত্রাও দেখবে।
বিশেষজ্ঞরা মনে করেন, বলিউডের অভিজ্ঞ চিত্রগ্রাহক ঢালিউডের সিনেমার ভিজ্যুয়াল মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। শাকিব খানের সিনেমার সঙ্গে অমিত রায় যুক্ত হওয়ায় দর্শকদের মধ্যে সিনেমাটির প্রতি আগ্রহ আরও বাড়বে এবং আন্তর্জাতিক বাজারেও ঢালিউডের অবস্থান শক্তিশালী হবে।
সিনেমাটির চিত্রগ্রহণ, বিশেষ ভিজ্যুয়াল এফেক্ট এবং গল্পের বিন্যাসকে কেন্দ্র করে দর্শকরা এখনই উৎসাহিত। প্রিন্স হবে ঢালিউডের একটি নতুন দিগন্ত উন্মোচনের প্রতীক, যা শুধু দেশের দর্শকই নয়, আন্তর্জাতিক সিনেমাপ্রেমীদেরও আকর্ষণ করবে।
বাংলাবার্তা/এমএইচ