
ছবি: সংগৃহীত
মৃত ব্যক্তির দাফনের পর তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার প্রথাটি আমাদের সমাজে প্রচলিত এবং অনেকেই এটি ইসলামী শরীয়তের অংশ হিসেবে মেনে থাকেন। তবে এই কার্যক্রমের ইসলামী বিধান ও নির্দেশনা কী, তা নিয়ে বিভিন্ন সময় বিভ্রান্তি দেখা দেয়। তাই আজ আমরা বিশদে আলোচনা করবো, দাফনের পর কবরের পাশে দাঁড়িয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করা শরীয়ত সম্মত কি না এবং এ ক্ষেত্রে কী ধরনের নিয়ম ও পদ্ধতি অনুসরণ করতে হয়।
প্রথমেই জানানো প্রয়োজন, দাফনের পর মৃতের জন্য দোয়া করা ইসলামী শরীয়তে সুস্পষ্টভাবে বর্ণিত এবং এতে প্রচলিত কোনো নিষেধাজ্ঞা নেই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফনের পর কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতেন এবং তাঁর সাহাবারা এ অনুসরণ করতেন।
বিশ্বস্ত হাদিস শরিফে বর্ণিত রয়েছে, উসমান রা.-এর বর্ণনায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মৃতদেহ দাফন করতেন, তখন দাফনের কাজ শেষ করে সেখানে কিছুক্ষণ অবস্থান করতেন এবং উপস্থিত মুসল্লিদের বলতেন, “তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তিগফার করো, তার জন্য দৃঢ়তার দোয়া করো যেন সে কবরের সওয়ালে সঠিক উত্তর দিতে পারে।” (সূত্র: সুনানে আবু দাউদ, হাদিস নং ৩২১৩)।
আরেকটি হাদিসে আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, তিনি তাবুক যুদ্ধে দেখেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ যুল বিজাদাইনের কবরের পাশে গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন আবু বকর ও উমর রা. নবীজী কবর থেকে উঠে যাওয়ার পর বাকি কাজ দুই রা.দের করতে দেন। এরপর নবী করিম কেবলার দিক থেকে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতেন, বলতেন, “হে আল্লাহ, আমি তার প্রতি সন্তুষ্ট। তুমি ওর প্রতি সন্তুষ্ট হও।” (সূত্র: হিলইয়াতুল আউলিয়া ১/১২২; মারিফাতুস সাহাবা ৩/১৩৫)।
এ সকল হাদিসের ভিত্তিতে ফকীহগণ মর্মে বলেন, দাফনের পর মৃত ব্যক্তির জন্য দোয়া করাকে ইসলামী শরীয়তে ‘মুস্তাহাব’ অর্থাৎ অত্যন্ত প্রশংসনীয় ও সুকুমার কাজ হিসেবে গণ্য করা হয়। এ কাজ অবৈধ নয়, কোনো ধরনের বিদআত বা নবাবতও নয়।
তবে এখানে কিছু নিয়ম ও শর্ত মেনে চলা জরুরি। যেমন, দোয়া করার সময় সরাসরি কবরের দিকে মুখ করে দাঁড়িয়ে দোয়া করা ঠিক নয়। বরং কবর থেকে সামান্য সরে গিয়ে কবরকে পেছনে বা পাশে রেখে কিবলা মুখী অবস্থায় দাঁড়িয়ে দোয়া করা উচিত। এতে কবরের প্রতি অতিরিক্ত সম্মান প্রদর্শনের বিষয়টি এড়িয়ে যাওয়া হয়, যা ইসলামী বিধান অনুসারে উচিৎ।
দোয়া একাকী বা সম্মিলিতভাবে—যেকোনো অবস্থায় করা যায়, কিন্তু সর্বোপরি দোয়ার উদ্দেশ্য মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে সাহায্য ও মাফ চাওয়া হওয়া উচিৎ। এছাড়া কবরের পাশে দোয়া করার সময় যেন কোনো ধরনের শিরক বা অন্য কোনো অবৈধ আচরণ না ঘটে তা নিশ্চিত করতে হবে।
সুতরাং, মায়্যেতের দাফনের পর মুসল্লিরা কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলে সেটি শরীয়ত সম্মত একটি কার্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করাও এটি।
শেষ কথা হিসেবে বলা যায়, মৃত ব্যক্তির জন্য দোয়া করা আমাদের নৈতিক ও ইসলামী দায়িত্বের অংশ, যা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযথ নিয়ম মেনে কবরের পাশে দাঁড়িয়ে ইস্তিগফার ও দোয়া করা আমাদের ঐতিহ্য ও ধর্মীয় শিক্ষা অনুযায়ী বরং প্রয়োজনীয় এবং প্রশংসনীয় একটি কাজ।
সূত্র:
-
মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১১৮২৭
-
ফাতহুল বারী ১১/১৪৮
-
আলজাওহারাতুন নায়্যিরা ১/১৪১
-
ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৬
-
রদ্দুল মুহতার ২/২৩৭
বাংলাবার্তা/এমএইচ