
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের নতুন অধ্যায়ের মধ্যে দিয়ে আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আসন্ন ২৩ আগস্ট তিনি ঢাকা সফরে পৌঁছাবেন বলে নিশ্চিত করেছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন।
মঙ্গলবার (১২ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতন ও পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক দ্রুত অগ্রগতি লাভ করেছে। দীর্ঘদিনের নানা টানাপোড়েন পেরিয়ে এই সফরকে উভয় দেশই ইতিবাচক দৃষ্টিতে দেখছে।
ইসহাক দারের এই সফর আসলে হওয়ার কথা ছিল গত এপ্রিল মাসে, তবে তা স্থগিত হয়। এবার তিনি ২৩ আগস্ট ঢাকায় পৌঁছে পরদিন ২৪ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, আঞ্চলিক নিরাপত্তা, বিনিয়োগ, ভিসা সুবিধা এবং সাংস্কৃতিক বিনিময়সহ নানা ইস্যু স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশের একটি শীর্ষ সংবাদমাধ্যম গত সপ্তাহেই এ সফরের সম্ভাব্য তারিখ জানায়, যা মঙ্গলবার দ্য ডন নিশ্চিত করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সফরের মূল উদ্দেশ্য “বাংলাদেশের সঙ্গে সমন্বয় জোরদার করার উপায়” খোঁজা।
গত মাসে বাংলাদেশ ও পাকিস্তান কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকার চালুর চুক্তি করেছে। এটি উভয় দেশের সম্পর্ক উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এই চুক্তি স্বাক্ষর হয় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ও বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার মধ্যে বৈঠকের সময়।
চলতি বছরের এপ্রিল মাসে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ঢাকা সফরে আসেন এবং পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করেন।
মার্চ মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তখন দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে অভিন্ন অঙ্গীকার ব্যক্ত করেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি, শিল্পপণ্য রপ্তানি, জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা, আঞ্চলিক সন্ত্রাস দমন এবং সাংস্কৃতিক বিনিময় প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবনের বিষয়েও মতবিনিময় হবে।
বাংলাবার্তা/এমএইচ