
ছবি: সংগৃহীত
রাজধানীর পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে বহুল আলোচিত প্লট বরাদ্দ জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, তার মেয়ে ও ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ একাধিক আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত–৪-এর বিচারক মো. রবিউল আলম এর আদালতে এসব মামলার বাদীরা নিজেদের জবানবন্দি প্রদান করেন। আদালত কক্ষে এ সময় আইনজীবী, দুদকের কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ তিনটি মামলাসহ মোট ছয়টি মামলার অভিযোগে বলা হয়— যোগ্যতার শর্ত পূরণ না করেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর সড়কে ছয়টি প্লট নিজেদের নামে বরাদ্দ নেন আসামিরা। প্রতিটি প্লটের আয়তন ১০ কাঠা এবং ২০২২ সালে রাজউক এসব বরাদ্দ দেয়।
দণ্ডবিধি ১৮৬০-এর বিভিন্ন ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা অনুযায়ী আসামিদের বিরুদ্ধে মামলা হয়।
গত ৩১ জুলাই, ঢাকার বিশেষ জজ আদালত–৪-এর বিচারক মো. রবিউল আলম এবং বিশেষ জজ আদালত–৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
অপর তিন মামলায় গত ১১ আগস্ট সাক্ষ্য দিয়েছেন দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান।
চলতি বছরের ১২, ১৩ ও ১৪ জানুয়ারি, আলাদা ছয়টি মামলা দায়ের করে দুদক। তদন্তে উঠে আসে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা ও তার দুই সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক— এই ছয়জনের নামে প্লট বরাদ্দ হয়েছিল। বর্তমানে সব আসামিই পলাতক।
বাংলাবার্তা/এমএইচ