
ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতে আগামী বছরের শুরুতে বসছে আন্তর্জাতিক ক্রিকেটের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টি (আইএলটি২০)-এর নতুন আসর। টুর্নামেন্টটিতে বিশ্বের নামকরা ক্রিকেটারদের পাশাপাশি বাংলাদেশের তিন তারকা ক্রিকেটারকেও দেখা যাবে এবারের প্রতিযোগিতায়। তারা হলেন—অলরাউন্ডার সাকিব আল হাসান এবং দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তিনজনকেই আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজি দলে ভিড়িয়েছে বিভিন্ন মালিকানাধীন শক্তিশালী ক্লাব।
বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৪০ হাজার ডলারের বিনিময়ে দলে নিয়েছে ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানির মালিকানাধীন দল এমআই এমিরেটস। মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির এই আমিরাত শাখায় যোগ দিয়ে সাকিব আবারও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের দক্ষতার প্রমাণ রাখার সুযোগ পাচ্ছেন।
সাকিব ইতোমধ্যেই আইপিএল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), গ্লোবাল টি–টোয়েন্টি কানাডাসহ বিশ্বের নানা লিগে খেলে সুনাম অর্জন করেছেন। ফলে আইএলটি২০–তেও তার ওপর থাকবে বাড়তি নজর।
অন্যদিকে, গত কয়েক বছরে বাংলাদেশের ফাস্ট বোলিং আক্রমণের প্রধান ভরসা হয়ে উঠেছেন তাসকিন আহমেদ। সম্প্রতি এশিয়া কাপে দারুণ পারফরম্যান্সে নজর কাড়ার পর তাকে দলে ভিড়িয়েছে শারজাহ ওয়ারিয়র্স। জানা গেছে, তাকে দলে নিতে ৮০ হাজার ডলার খরচ করতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিটিকে।
তাসকিনের দ্রুতগতির বল এবং আগ্রাসী বোলিং ভঙ্গি এবারের আসরে শারজাহর দর্শকদের বাড়তি উত্তেজনা উপহার দেবে বলেই মনে করা হচ্ছে।
তৃতীয় বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমানকে এবারের আসরে দেখা যাবে দুবাই ক্যাপিটালসের হয়ে। ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজ এর আগেও আইপিএলসহ বিশ্বের নানা লিগে খেলেছেন। তার অভিজ্ঞতা ও ডেথ ওভারে নিখুঁত ইয়র্কার করার দক্ষতা তাকে অন্যদের থেকে আলাদা করে রেখেছে।
বিসিবির অনুমতি সাপেক্ষে তিনি আইএলটি২০-তে অংশ নিতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। বিপিএল শুরু হওয়ার আগে পর্যন্ত বিসিবি থেকে অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার সম্ভাবনাই বেশি।
২০২৫ সালের জানুয়ারিতে পর্দা উঠবে এবারের আসরের। টুর্নামেন্টটি আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতের তিনটি প্রধান ভেন্যুতে—দুবাই, আবুধাবি ও শারজাহ। প্রতিটি ভেন্যুই আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জন্য বিশ্বখ্যাত। ফলে দর্শকদের মাঝে থাকবে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা।
প্রতিটি দল বিশ্বের সেরা ক্রিকেটারদের নিয়ে গড়া। এর মধ্যে বাংলাদেশের তিন তারকার একসঙ্গে খেলা নিঃসন্দেহে দেশীয় সমর্থকদের জন্য বাড়তি আনন্দের খবর।
ক্রিকেটবিশ্লেষকদের মতে, সাকিব, তাসকিন ও মুস্তাফিজ—এই তিনজনের অভিজ্ঞতা, দক্ষতা ও সাম্প্রতিক ফর্ম তাদের দলগুলোর শক্তি বাড়াবে বহুগুণ। অন্যদিকে বাংলাদেশি দর্শকদের জন্যও এটি বড় এক আনন্দের বিষয় যে, দেশের ক্রিকেটাররা বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছেন।
বাংলাবার্তা/এমএইচ