
শাকিব খান
ঢাকা: ঈদের দিন থেকে ১০৭ প্রেক্ষাগৃহে চলছে শাকিব খানের ‘প্রিয়তমা’। দেশব্যাপী প্রায় সবগুলো প্রেক্ষাগৃহে ছবিটি ইতিবাচক সাড়া পাচ্ছে। সিনেমা মুক্তি পেলেও এখনও তা দেখা হয়নি ছবিটির নায়ক শাকিব খানের। তবে তিনি শিগগিরই দেখবেন।
এ বিষয়ে তার ভাষ্য, আগামী ৭ জুলাই ‘প্রিয়তমা’ যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে। সিনেমাটি মুক্তি উপলক্ষে আমিও সেখানে যাচ্ছি। সেখানেই হয়তো ছবিটি দেখব। তবে এবার গিয়ে আর বেশিদিন থাকব না। সপ্তাহ খানেক পরই দেশে ফিরব। নতুন সিনেমা নিয়ে পরিকল্পনায় নামব।
ছবির সাড়া প্রসঙ্গে গণমাধ্যমে শাকিব বলেন, প্রিয়তমার গল্প যে দর্শকের ভালোবাসায় সিক্ত হবে– এটা আমাদের প্রত্যাশায় ছিল। সেই প্রত্যাশা থেকেই তো পরিচালক হিমেল আশরাফ ও আমাদের প্রিয়তমা টিম প্রায় চার বছর ধরে সিনেমাটির গল্প লালন করে আসছি। ফাইনালি দর্শকরা প্রিয়তমা গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, ভালো লাগছে দর্শকদের আরও একটি ভালো সিনেমা উপহার দিতে পেরে। একজীবনে সিনেমার বাইরে, সিনেমা ইন্ডাস্ট্রির বাইরে আর তো কিছুই করিনি। সেই সিনেমার আলোচনা যখন চারদিকে হয়; মানুষের মুখে মুখে সিনেমা নিয়ে প্রশংসা– এর চেয়ে ভালো লাগার তো আর কিছুই হতে পারে না। দর্শকের এই ভালো লাগা এনজয় করছি।
আরশাদ আদনান প্রযোজিত ‘প্রিয়তমা’ সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল।