
ছবি: সংগৃহীত
জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অন্যতম আলোচিত চরিত্র শিমুল শর্মা হঠাৎ করেই আর থাকছেন না বলে খবর নিশ্চিত হওয়ায় দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমে একদিকে ভক্তরা হতাশা প্রকাশ করছেন, অন্যদিকে প্রশ্ন উঠছে—কেন তিনি থাকছেন না, কোনো অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি কাজ করছে? নাকি গল্পের প্রয়োজনে এমন হচ্ছে? সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে নিজেই মুখ খুলেছেন শিমুল।
সোমবার বিকেলে কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানান, ‘আমি ব্যাচেলর পয়েন্ট থেকে বিরতিতে যাচ্ছি। সামনে আমাকে ধারাবাহিকের আসন্ন পর্বগুলোতে দেখা যাবে না।’
তিনি আরও বলেন, ‘গল্পের ধারাবাহিকতায় কাবিলা ভাইয়ের মা অসুস্থ হয়ে পড়েছেন। সেই সূত্রে আমার চরিত্রটিকেও নোয়াখালী চলে যেতে হচ্ছে। মানে গল্পে আমি আর নেই। তবে এটা একেবারেই স্বাভাবিক একটি বিষয়। আবার কোনো সময়ে গল্পের প্রয়োজনে ঢাকা ফিরে আসতে পারি, তখন হয়তো আবার আমাকে দেখা যাবে।’
এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, ‘না না, অন্য কোনো কারণ নেই। যদি অন্য কোনো কারণ থাকত, তবে আমি এত নির্ভার হয়ে বলতাম না। আমি এখনো ব্যাচেলর পয়েন্ট পরিবারের অংশ। কেবল গল্পের প্রয়োজনে আপাতত নেই।’
এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি বোঝাতে চান, নাটকের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট রয়েছে এবং ভক্তদের হতাশ হওয়ার কিছু নেই।
কদিন আগে অনুষ্ঠিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সংবাদ সম্মেলনে বেশিরভাগ শিল্পী উপস্থিত থাকলেও ছিলেন না শিমুল। শুধু তাই নয়, সম্প্রতি প্রকাশিত অফিসিয়াল পোস্টারগুলোতেও তাকে দেখা যায়নি। এর ফলে ভক্তদের মনে গুঞ্জন জন্ম নেয়, হয়তো কোনো দ্বন্দ্ব বা ব্যক্তিগত কারণে তিনি ধারাবাহিক থেকে বাদ পড়েছেন। তবে শিমুলের ব্যাখ্যা ভক্তদের সেই ভুল ধারণা অনেকটাই দূর করেছে।
কাজল আরেফিন অমি পরিচালিত এই ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে আসেন শিমুল। পরিচালক অমির সহকারী হিসেবে কাজ করতে করতেই তিনি অভিনয়ের সুযোগ পান। নাটকে তাকে দেখা যায় কাবিলার (জিয়াউল হক পলাশ) নোয়াখালীর ছোট ভাই এবং ক্রাইম পার্টনার চরিত্রে। তার ভিন্নধর্মী সংলাপ ও নোয়াখালীর আঞ্চলিক টান ভক্তদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে ওঠে। বিশেষ করে কাবিলার সঙ্গে তার হাস্যরসাত্মক দৃশ্যগুলো দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়।
শুধু অভিনয়েই সীমাবদ্ধ নন শিমুল, তিনি এখন নির্মাতা হিসেবেও কাজ করছেন। বিভিন্ন নাটক ও স্বল্পদৈর্ঘ্য কনটেন্টে নির্মাণের কাজে নিজেকে যুক্ত করেছেন। ফলে শুটিংয়ের ব্যস্ততা এবং নির্মাণের চাপ মিলিয়ে তার সময়সূচিও বেশ ব্যস্ত হয়ে উঠেছে। ভক্তদের অনেকে মনে করছেন, হয়তো এই কারণেও তাকে ধারাবাহিক থেকে আপাতত বিরতি নিতে হয়েছে।
শিমুল ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছেন—এই খবর আসার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়া ঝড়ের মতো ছড়িয়ে পড়ে। অনেকে হতাশা প্রকাশ করেছেন, আবার কেউ কেউ বলেছেন, ‘শিমুল ছাড়া ব্যাচেলর পয়েন্ট অসম্পূর্ণ মনে হবে।’ তবে অনেকে আশার কথা বলেছেন, যেহেতু তিনি নিজেই জানিয়েছেন ভবিষ্যতে ফেরার সম্ভাবনা রয়েছে, তাই দর্শকদের ধৈর্য ধরতে হবে।
সব মিলিয়ে বলা যায়, শিমুল শর্মা আপাতত ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বিদায় নিচ্ছেন গল্পের প্রয়োজনেই। এটি স্থায়ী বিদায় নয়, বরং সাময়িক বিরতি। তার চরিত্র নিয়ে ভক্তরা যে ভালোবাসা প্রকাশ করেছেন, সেটাই তাকে আবারও ফিরিয়ে আনতে পারে আসন্ন পর্বগুলোতে। তবে আপাতত তাকে না পাওয়ায় ধারাবাহিকটির ভক্তদের মনে এক শূন্যতা থেকে যাবে—এটা বলাই যায়।
বাংলাবার্তা/এমএইচ