
ছবি: সংগৃহীত
কোনো রকম জাঁকজমকপূর্ণ প্রচারণা ছাড়াই অনুষ্ঠিত হয়ে গেল সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর চূড়ান্ত আসর। আয়োজনের ঘোষণা হওয়ার মাত্র চার দিন পরেই বৃহস্পতিবার রাতে রাজধানীতে জমকালো আয়োজনে ঘোষণা করা হলো এবারের আসরের বিজয়ীর নাম। সবার চমক কেটে গিয়ে জানা গেল—মুকুট উঠেছে মডেল ও অভিনয়শিল্পী তানজিয়া জামান মিথিলার মাথায়।
তবে আয়োজনের দ্রুত সমাপ্তি আর মিথিলার দ্বিতীয়বার বিজয়ী হওয়া ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, সবকিছু কি সত্যিই স্বচ্ছভাবে হয়েছে? আয়োজকরা অবশ্য শুরু থেকেই দাবি করে আসছেন, সব দিকনির্দেশনা মেনেই প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে এবং কোনো প্রকার অনিয়ম হয়নি।
অনেকের মনে প্রশ্ন জেগেছে, এত অল্প সময়ে প্রতিযোগিতার ঘোষণা থেকে শুরু করে চূড়ান্ত পর্ব আয়োজন এবং বিজয়ী নির্বাচন—সবকিছু কীভাবে সম্ভব হলো? বিশেষ করে একই আয়োজনে দ্বিতীয়বারের মতো মুকুট জেতায় মিথিলাকে নিয়ে নানা অভিযোগ ও জল্পনা ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হয়েছিলেন। আর ২০২০ সালে এই খেতাব জয় করেছিলেন মিথিলা। তবে করোনাভাইরাস মহামারির বিধিনিষেধের কারণে সেই বছর তিনি আন্তর্জাতিক আসরে অংশ নিতে পারেননি। ফলে দীর্ঘদিন ধরেই তার ভক্তদের মধ্যে প্রত্যাশা ছিল, একদিন তিনি আবারও এই মঞ্চে ফিরবেন।
দ্বিতীয়বার মুকুট জিতে মিথিলা দারুণ উচ্ছ্বসিত। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি জীবনে অনেক প্রতিযোগিতায় অংশ নিয়েছি, অনেক পুরস্কারও পেয়েছি। তবে এবারের মতো এতটা ভালোবাসা আর সমর্থন আগে কখনো পাইনি। সত্যি বলতে, সবাই আমাকে এতটা সাপোর্ট করেছেন দেখে আমি অভিভূত। আমার মনে হয়েছে, সবাই বিশ্বাস করছেন মিথিলাই বাংলাদেশের মুখপাত্র হতে পারে বিশ্বমঞ্চে।”
তিনি আরও বলেন, “বলতে পারেন, আমার বহুদিনের স্বপ্ন পূরণ হলো। গত পাঁচ বছর ধরে আমি এর জন্যই কাজ করে যাচ্ছিলাম। এর মধ্যে অনেক কাজ করেছি বটে, কিন্তু আমার মূল ফোকাস ছিল কেবল এই আসর। আগেরবার সুযোগ থাকা সত্ত্বেও বিশ্বমঞ্চে যেতে পারিনি। এবার সেই সুযোগ আমার হাতে এসেছে। আমি চাই আমার দেশকে সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে এবং আন্তর্জাতিক মঞ্চেও বিজয়ী হয়ে ফিরতে।”
মুকুট জয়ের সঙ্গে সঙ্গেই শুরু হওয়া সমালোচনা নিয়েও নির্ভীক অবস্থান নিয়েছেন মিথিলা। তিনি খোলামেলাভাবে বলেন, “এখন তো পান থেকে চুন খসলেই সমালোচনা শুরু হয়ে যায়। আমি জানি, এই সমালোচনা কখনোই আমাকে আটকে রাখতে পারবে না। আমি দৃঢ়ভাবে বলতে চাই, পুরো প্রক্রিয়াটি একদম সঠিকভাবে সম্পন্ন হয়েছে। আমি যেভাবে বিজয়ী হয়েছি, তাতে কোনো সন্দেহ নেই।”
তিনি যোগ করেন, “আমার ফোকাস এখন শুধু বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। আন্তর্জাতিক মঞ্চে দেশকে গর্বের সঙ্গে উপস্থাপন করাই আমার একমাত্র লক্ষ্য। সমালোচনা নিয়ে মাথা ঘামাতে চাই না, কারণ আমার প্রতিটি পদক্ষেপ হবে বাংলাদেশের জন্য।”
এবারের মুকুট জয়ের ফলে মিথিলা সরাসরি অংশ নেবেন মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল ২০২৫-এর আসরে। আগামী অক্টোবর মাসে কর্মশালায় অংশ নিয়ে নভেম্বরের দিকে থাইল্যান্ডে বসবে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার জমকালো মঞ্চ। সেখানেই বিশ্বের সেরা প্রতিযোগীদের সঙ্গে লড়বেন বাংলাদেশের প্রতিনিধি মিথিলা।
সমালোচনা, প্রশ্নবিদ্ধতা কিংবা বিতর্ক—সবকিছুর ঊর্ধ্বে গিয়ে মিথিলা এখন প্রস্তুত দেশের নাম বিশ্বমঞ্চে তুলে ধরতে। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট মাথায় দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, সমালোচনা তাকে দমাতে পারবে না। বরং এই সমালোচনাই তার জন্য অনুপ্রেরণা হয়ে কাজ করবে। তার চোখে এখন শুধু একটাই লক্ষ্য—বাংলাদেশকে গর্বিত করা।
বাংলাবার্তা/এমএইচ