
ছবি: সংগৃহীত
নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনার নিন্দা ও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জুলাই রেভ্যুলশনারি অ্যালায়েন্স (জেআরএ)। সংগঠনটি জানিয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে এখন থেকে সব ধরনের পাল্টা ব্যবস্থা “জায়েজ” হবে। তাদের স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি, আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে বিদেশের রাস্তাঘাট—যেখানেই আওয়ামী লীগের নেতাকর্মীদের পাওয়া যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।
জেআরএ সোমবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেয়। সেখানে লেখা হয়, “লীগের ওপর সকল ধরনের মব, সকল জায়গাতে জায়েজ হল।” সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ আনা হয় যে, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশের মাটিতে গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা দাবি করে, যদি যুক্তরাষ্ট্রের কনস্যুলেট দ্রুত ব্যবস্থা না নেয়, তবে জেআরএ এবং তাদের সমর্থকরা মাঠে নামবে।
পোস্টে আরও বলা হয়, “লীগের যারা আমাদের নেতাদের ওপর হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে যদি সেখানকার কনস্যুলেট ব্যবস্থা না নেয়, তবে এখন থেকে আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে যেখানে আওয়ামী লীগ পাওয়া যাবে, সেখানেই ডিম থেকে শুরু করে সকল ধরনের ‘মব’ হবে।”
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য আখতার হোসেনের ওপর এ হামলার ঘটনা ঘটে। তিনি এনসিপির একজন শীর্ষ নেতা এবং প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার কিছু নেতা ও কর্মী তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। এ ঘটনার ভিডিও ও ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জেআরএর দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশে গিয়ে তাদের বিরোধীদের ওপর হামলা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডকে তারা ‘রাজনৈতিক সন্ত্রাস’ হিসেবে আখ্যা দিয়েছে। ফেসবুক পোস্টে সংগঠনটি তাদের অনুসারীদের উদ্দেশে আহ্বান জানায়, দেশের ভেতরেও যেন আওয়ামী লীগের নেতাকর্মীদের অতীত ও বর্তমান কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়।
পোস্টে উল্লেখ করা হয়, “আওয়ামী সন্ত্রাসীরা যারা বিদেশে এসব করছে তাদের বিস্তারিত আমাদের জানান। দেশে তাদের কী অবস্থা—সেসব তথ্যও দিতে হবে।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিদেশের মাটিতে এমন ঘটনা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় নিয়ে আসছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি দলের সঙ্গে সম্পৃক্ত নেতাদের লক্ষ্য করে হামলা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এর ফলে বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়ের ভেতরেও বিভাজন আরও প্রকট হচ্ছে।
জেআরএর এই হুঁশিয়ারিকে তারা কেবল প্রতিক্রিয়া নয়, বরং পাল্টা আন্দোলনের ঘোষণা হিসেবেই দেখছে। সংগঠনটির দাবি, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দেশে-বিদেশে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ড চালিয়ে আসছে। এখন থেকে তারা আর নীরব থাকবে না।
নিউইয়র্কে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের এই ঘটনাকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশি সমাজে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একদিকে আওয়ামী লীগের সমর্থকরা এই ঘটনাকে ‘প্রতীকী প্রতিবাদ’ হিসেবে ব্যাখ্যা দিচ্ছেন, অন্যদিকে জেআরএ ও এর সহযোগী সংগঠনগুলো এটিকে ‘রাজনৈতিক সন্ত্রাস’ বলে আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। পরিস্থিতি কোন দিকে যাবে, সেটাই এখন দেখার বিষয়।
বাংলাবার্তা/এমএইচ