
ছবি: সংগৃহীত
জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। তিনি বিয়ে করেছেন তানজিম তৈয়ব নামের একজন তরুণ ব্যাংকারকে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার মাদানি এভিনিউয়ের আল মুস্তফা মসজিদে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের আকদ সম্পন্ন হয়।
ফারিয়ার জীবনসঙ্গী তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। তিনি উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন অস্ট্রেলিয়ায় এবং ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে তিনি দ্রুত কর্মজীবনে সাফল্য অর্জন করেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
আল মুস্তফা মসজিদে অনুষ্ঠিত বিয়ের আকদে সীমিত পরিসরে পরিবার-পরিজন, বন্ধু এবং কাছের মানুষরা উপস্থিত ছিলেন। সাধারণত তারকাদের বিয়েতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দেখা গেলেও ফারিয়া এবং তৈয়বের বিয়েটি ছিল একেবারেই সরল ও পারিবারিক। তবে বিশেষত্ব ছিল, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ফারিয়া উপস্থিত সবাইকে বাদাম ও খেজুর দিয়ে মিষ্টিমুখ করান। এ দৃশ্য উপস্থিত সবার মনে ছুঁয়ে যায়, কারণ সরলতা এবং আন্তরিকতায় ভরা এই আয়োজনটিকে অনেকে ‘অভিনব’ হিসেবে আখ্যা দিয়েছেন।
শবনম ফারিয়া প্রথমে মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করেছিলেন। টেলিভিশন বিজ্ঞাপন এবং ফটোশুটের মাধ্যমে তিনি দর্শকের নজরে আসেন। এর পর একক নাটক থেকে শুরু করে ধারাবাহিক নাটকে অভিনয় করে অল্প সময়েই হয়ে ওঠেন দর্শকপ্রিয়। তার স্বতঃস্ফূর্ত অভিনয়, সহজাত অভিব্যক্তি এবং প্রাণবন্ত উপস্থিতি ছোট পর্দায় তাকে অন্যতম আলোচিত অভিনেত্রীতে পরিণত করে।
টেলিভিশনে সফলতার পর ফারিয়া বড় পর্দায়ও নাম লেখান। অনম বিশ্বাস পরিচালিত হুমায়ূন আহমেদের ‘দেবী’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। সিনেমাটি মুক্তির পর ব্যাপক প্রশংসা পায় এবং ফারিয়াও প্রশংসিত হন। সমালোচকরা বলেন, তার অভিনয় ছিল অনবদ্য এবং চরিত্রের সঙ্গে স্বাভাবিকভাবে মিশে গিয়েছিল।
শবনম ফারিয়া সব সময়ই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি আলোচনায় আসতে চাননি। কাজ এবং ক্যারিয়ারকেই তিনি গুরুত্ব দিয়েছেন। তবে তার বিয়ের খবর প্রকাশের পর ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা এবং ভালোবাসায় ভাসাচ্ছেন। অনেকেই লিখছেন, এই নতুন জীবনের পথচলায় তারা ফারিয়ার পাশে থাকবেন এবং তার সুখী দাম্পত্য কামনা করছেন।
বাংলাদেশের নাট্যাঙ্গনে শবনম ফারিয়া ইতোমধ্যেই নিজের অবস্থান মজবুত করেছেন। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি। অভিনয়ে যেমন আন্তরিকতা এবং নিষ্ঠা দিয়ে ভক্তদের মন জয় করেছেন, ব্যক্তিগত জীবনেও তেমনি সুখী ও শান্তিময় দিন কাটাবেন—এমন প্রত্যাশা করছেন তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা।
বাংলাবার্তা/এমএইচ