
ছবি: সংগৃহীত
এক সপ্তাহের ব্যবধানে ফের শ্রীলঙ্কার মুখোমুখি দাঁড়াচ্ছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। আজ শুরু হচ্ছে টি-২০ এশিয়া কাপের সুপার ফোর, যেখানে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টাইগাররা চেষ্টা করবে আগের হারের প্রতিশোধ নেওয়ার। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে ৩২ বল আগে ৬ উইকেটে হেরে যাওয়ার আঘাত এখনও মনের কোণে বেঁচে আছে। তাই আজকের ম্যাচ শুধু জয় নয়, বরং মৌসুমের বড় স্বপ্নের জন্য প্রতিশোধের লড়াই।
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে লড়াই। টাইগার অধিনায়ক লিটন দাস এবং তার দলের সদস্যরা এখন ফুরফুরে মেজাজে অনুশীলন করছেন। তানজিদ তামিম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও অন্যান্যরা মাঠে দৃঢ়তা নিয়ে উপস্থিত।
গতকাল ফ্লাড লাইটের আলোয় অনুশীলনে দেখা যায়, ওপেনিং ব্যাটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন ৬.৪ ওভারে ৬৩ রানের ওপেনিং জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেছেন। নাসুম প্রথমবার খেলে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেন। লেগ স্পিনার রিশাদ হোসেনও ছন্দ ফিরে পেয়েছেন, যার মাধ্যমে আজ পঞ্চম বোলারের উপস্থিতি অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।
ডান হাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ বর্তমানে দারুণ ফর্মে। ৭৮ ম্যাচে ৯৪ উইকেট নিয়ে তিনি এবার টি-২০ ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলকের খুব কাছে। তার উইকেট সংখ্যা এখন ৮০ ম্যাচে ৯৮টি। সাকিব আল হাসান (১৪৯ উইকেট) ও মুস্তাফিজুর রহমান (১৪৬ উইকেট) বাংলাদেশের শীর্ষ বোলার হিসেবে এগিয়ে থাকলেও তাসকিনের লক্ষ্য স্পষ্ট: টি-২০তে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে ১০০ উইকেট পূরণ করা।
সাম্প্রতিক ম্যাচে মুস্তাফিজ ও তাসকিন দুর্দান্ত বোলিং করেছেন। মুস্তাফিজ ৪ ওভারে ২৮ রান খরচে ৩ উইকেট নিয়েছেন। তাসকিন ৩৪ রানে ২ উইকেট নিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে নাসুম ৪-১-১১-২ এবং রিশাদ ৪-০-১৮-২ স্পেল খেলেছেন।
শ্রীলঙ্কা, যাকে ১৮ কোটি বাংলাদেশী সমর্থক অনুরোধ করেও জয় প্রার্থনা করেছেন, গ্রুপ ‘বি’র শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে। ২০১৮ সালের নিদাহাস ট্রফি থেকে দুই দেশ পরস্পরের প্রবল প্রতিপক্ষ হয়ে ওঠে। এ পর্যন্ত দুই দল ৩৯ বছরে টেস্ট, ওয়ানডে ও টি-২০ খেলেছে। ২১ টি-২০ ম্যাচে বাংলাদেশের ৮ জয়, শ্রীলঙ্কার ১৩। সর্বশেষ ১০ ম্যাচে শ্রীলঙ্কার জয় ছয়বার, বাংলাদেশের চার। চলতি আসরে গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার কাছে টাইগাররা পাত্তাই পায়নি।
আজকের ম্যাচ নতুন লক্ষ্য, নতুন স্বপ্ন ও নতুন উত্তেজনা নিয়ে আসে। সুপার ফোরে উঠে লিটন বাহিনী চেষ্টা করবে গ্রুপ পর্বের হারের প্রতিশোধ নেওয়ার। বিজয়ের অপেক্ষায় রয়েছে লাখ লাখ ক্রিকেটপ্রেমী। লিটনরা শুধু ব্যাট-বলেই নয়, মানসিক দৃঢ়তা, দলগত সমন্বয় এবং মাঠের কৌশলেও নিজেকে প্রমাণ করতে চাইছে।
টাইগারদের এই ম্যাচ শুধুমাত্র স্কোরবোর্ডের লড়াই নয়; এটি দেশের ক্রিকেটপ্রেমী জনতার জন্য হোক বা আন্তর্জাতিক টি-২০ মর্যাদার জন্য লড়াইয়ের মুহূর্ত। লিটন দাস, তানজিদ তামিম, মুস্তাফিজ, তাসকিন ও নাসুমরা প্রস্তুত, এবং মাঠে যেন তাদের স্বপ্ন ও দেশের আশা এক সঙ্গে ফুটে ওঠে।
বাংলাবার্তা/এমএইচ