
ছবি: সংগৃহীত
ঢালিউডের দুই জনপ্রিয় তারকা শাকিব খান ও শবনম বুবলী শুধু সিনেমার পর্দায় নয়, ব্যক্তিজীবনেও বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন। তাঁদের ব্যক্তিগত জীবন, সম্পর্কের উত্থান-পতন, পারিবারিক গল্প এবং সন্তানদের ঘিরে নানা তথ্য ভক্ত-অনুরাগীদের মাঝে কৌতূহল তৈরি করে। সাম্প্রতিক সময়ে আবারও সেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন এই প্রাক্তন দম্পতি। কারণ, তাঁদের একমাত্র ছেলে শেহজাদ খান বীরকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি রিল ভিডিও ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।
কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খান ও বুবলীর হাত ধরে হাঁটার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিও ঘিরে ভক্তরা নানা প্রশ্ন তুলেছিলেন—আবার কি এক হচ্ছেন তাঁরা? নাকি এটি শুধুই ছেলের জন্য একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত? এমন আলোচনার মধ্যেই এবার নতুন করে আলোচনায় আসলেন তারা।
সম্প্রতি বুবলী তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি রিল শেয়ার করেছেন, যেখানে দেখা যায়, ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে দুষ্টুমি করছেন তিনি। খুনসুটির এই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করেছেন আর কেউ নন, বীরের বাবা শাকিব খান। অর্থাৎ এই দৃশ্যে তিনজনকেই একসঙ্গে পাওয়া গেল—যা ভক্তদের জন্য নিঃসন্দেহে আনন্দের খবর।
ভিডিওটির ক্যাপশনে বুবলী লিখেছেন— “লাড্ডু বাপজান ভাবসে ছবি তোলা হচ্ছে তাই পোজ দিয়ে আছে কিন্তু স্যার এর ড্যাডি যে ভিডিও করছে লাড্ডু টা বোঝে নাই।”
এখানে “লাড্ডু” বলতে তিনি আদর করে ছেলেকে বোঝাতে চেয়েছেন। ভিডিওটি পোস্ট করার পর মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তরা এই মিষ্টি দৃশ্য দেখে নানা মন্তব্যে ভরিয়ে দিচ্ছেন বুবলীর কমেন্ট বক্স।
শাকিব খানের ব্যক্তিজীবনে নাটকীয়তার কমতি নেই। ঢালিউডের কিং খান প্রথমে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ভালোবেসে ২০০৮ সালে গোপনে বিয়ে করেন। বহু বছর আড়ালে রাখলেও অবশেষে ২০১৭ সালে তাঁদের সংসার প্রকাশ্যে আসে, তখন তাঁদের ঘরে জন্ম নেয়া ছেলে আব্রাম খান জয়ের বয়সও কয়েক বছর হয়ে গেছে। কিন্তু সেই সংসার বেশিদিন টেকেনি; বিচ্ছেদ হয়ে যায় ২০১৭ সালেই।
এরপর ২০১৮ সালে নতুন করে শাকিবের জীবনে আসেন শবনম বুবলী। তাঁদের সম্পর্ক নিয়ে শুরু থেকেই নানা গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত প্রকাশ্যে আসে যে তাঁরা আসলেই বিবাহিত। সেই সংসারে জন্ম নেয় শেহজাদ খান বীর। তবে শাকিব-বুবলীর সম্পর্কও স্থায়ী হয়নি। তাঁরা আলাদা থাকলেও ছেলে শেহজাদের লালন-পালনে উভয়েই দায়িত্ব পালন করছেন সমানভাবে।
ভিডিওটি প্রকাশের পর শাকিব-বুবলী ভক্তরা একদিকে তাঁদের প্রশংসা করছেন আবার অন্যদিকে কৌতূহলী হচ্ছেন, সম্পর্কের সমীকরণ কি নতুন করে বদলাচ্ছে? কেউ লিখেছেন—“বীরকে নিয়ে দুজনকে একসঙ্গে দেখলে দারুণ লাগে।” আবার কেউ মন্তব্য করেছেন—“বুবলী-শাকিব একসাথে থাকলেই ছেলে বেশি খুশি থাকে।”
অন্যদিকে কিছু ভক্ত বলছেন, এটি শুধুমাত্র একটি পারিবারিক মুহূর্ত, যেখানে সন্তানকে ঘিরে বাবা-মা দুজনই উপস্থিত। সম্পর্কের সমীকরণ যাই হোক না কেন, সন্তানের কল্যাণে তাঁদের একসঙ্গে দেখা নিঃসন্দেহে প্রশংসনীয়।
শাকিব খান ঢালিউডের এক দশকেরও বেশি সময়ের রাজত্বকারী নায়ক। তিনি যেমন বাণিজ্যিক ছবিতে সাফল্য পেয়েছেন, তেমনি আধুনিক ঢালিউডের রূপান্তরেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অন্যদিকে, বুবলীও অল্প সময়ে ঢালিউডে নিজের অবস্থান পাকা করেছেন। প্রথমে শাকিবের নায়িকা হিসেবেই চলচ্চিত্রে অভিষেক হলেও এখন তিনি স্বতন্ত্র নায়িকা হিসেবে নিজের জায়গা তৈরি করছেন।
যদিও তাঁদের দাম্পত্য জীবন ভেঙে গেছে, তবুও সন্তানের প্রতি দায়িত্বশীল আচরণ এবং মাঝে মধ্যে এমন পারিবারিক মুহূর্তের প্রকাশ ভক্তদের কাছে প্রশংসিত হচ্ছে। অনেকেই মনে করছেন, শোবিজের জগতে যেখানে সম্পর্কগুলো দ্রুত ভেঙে যায়, সেখানে সন্তানকে ঘিরে এই দায়িত্বশীলতার দৃষ্টান্ত সবার জন্য অনুকরণীয় হতে পারে।
বাংলাবার্তা/এমএইচ