
ছবি: সংগৃহীত
ওটিটি জগতে ‘অ্যালেন স্বপন’ চরিত্রের মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া অভিনেতা নাসির উদ্দিন খান সম্প্রতি নতুন ওয়েব সিরিজ ‘নয়া নোট’-এ প্রথমবার ভিক্ষুকের চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু এই অভিনয় শুধু ক্যামেরার সামনে সীমাবদ্ধ ছিল না—মজারভাবে বাস্তবতা ঢুকে পড়েছিল শুটিংয়ে। ঢাকার ফার্মগেটে শুটিং চলাকালীন জনসমাগমে ভিক্ষুকের সাজে ঘুরতে গিয়ে অভিনেতা সত্যিই ৫০০ টাকা পেয়েছিলেন, যা পুরো শুটিং টিমের কাছে এক চমক হয়ে দাঁড়ায়।
নাসির উদ্দিন জানান, সিরিজের বাজেট সীমিত হওয়ায় ঢাকার ফার্মগেটে লুকানো ক্যামেরায় শুটিং করা হয়। তাকে ভিক্ষুকের সাজে জনসমাগম এলাকায় ঘোরাঘুরির নির্দেশ দেওয়া হয়েছিল। “প্রথম দিনের শুটিংয়ে আমার গেটআপ চরিত্রের কাছাকাছি ছিল। ক্যামেরা দূরে ছিল এবং পরিচালক আমাকে বলেছিলেন, নিজের মতো করে চরিত্রটি খেলতে। আমাকে পাঠানো হয়েছিল ভিক্ষা করতে। মানুষদের কাছে গিয়ে ভিক্ষা চাইছিলাম,” বলেন নাসির।
শুটিং চলাকালীন নানা প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয়েছে তাকে। অনেকেই এড়িয়ে গেলে, কেউ কেউ সত্যিই টাকা দিচ্ছেন। প্রথম দৃশ্য শেষে প্রোডাকশন টিমের একজনকে টাকা গুনতে দিয়ে দেখা যায়—মোট ৫০০ টাকা জমে গেছে। নাসির হেসে বলেন, “বাহ্, ভালো লাভ তো! কম পরিশ্রমে, কম সময়ে ভিক্ষা করে ভালো টাকা পাওয়া যায়।”
তবে সব অভিজ্ঞতা সুখকর নয়। নাসির বলেন, “মানুষের কাছে হাত পেতে থাকা সহজ নয়। এর সঙ্গে অসম্মানের বিষয় জড়িত। কেউ চাইলে এ পদ্ধতিকে বিকৃত করতে পারে, কিন্তু বেশির ভাগ মানুষ তা করে না। তবে শুটিংয়ের সময় কখনও কখনও অসম্মানও অনুভূত হয়।”
‘নয়া নোট’ ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন অনন্য প্রতীক চৌধুরী। তিনি জানান, শুটিংয়ে যে টাকা পাওয়া গেছে, তা স্মৃতিস্বরূপ রাখা হয়েছে। সিরিজের গল্পে ভিক্ষা ও অর্থের এই ঘটনার মাধ্যমে জীবনের নানা উপলব্ধি সহজভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
ওয়েব সিরিজে নাসিরের সঙ্গে অভিনয় করেছেন এ কে আজাদ সেতু, সমু চৌধুরী, দীপা খন্দকার, পার্থ শেখ, নওবা তাহিয়া প্রমুখ। এটি মুক্তি পেয়েছে আইস্ক্রিন প্ল্যাটফর্মে।
নাসির উদ্দিনের এই অভিনয় শুধুই মজার নয়, দর্শকদের মনে সরাসরি মানবিক দিকটিও তুলে ধরেছে—কিভাবে জীবনের কঠিন মুহূর্তে মানুষ সহযোগিতা বা সহানুভূতি দেখাতে পারে। সিরিজটি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং প্রথম দিনেই ৫০০ টাকার ভিক্ষা প্রমাণ করেছে, কখনও কখনও অভিনয় ও বাস্তবতার সীমানা অতি সূক্ষ্ম হয়ে যায়।
বাংলাবার্তা/এমএইচ