
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৭ জন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দূতাবাসে বদলি করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর করা হয়। পরিবর্তনের মাধ্যমে কর্মকর্তা-প্রশাসনকে আন্তর্জাতিক মঞ্চে আরও সক্রিয় ও প্রাসঙ্গিক করা, পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান খাতে দক্ষতা বৃদ্ধি করা সরকারের লক্ষ্য বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিপূর্বক নামের পাশে উল্লেখিত পদে প্রেষণে নিয়োগের জন্য কর্মকর্তাদের চাকরি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এই নিয়োগের মাধ্যমে বাংলাদেশের প্রবাসী ও শ্রমজীবী সম্প্রদায়ের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণে বিদেশে থাকা কর্মকর্তারা মূল ভূমিকা রাখবেন।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার (শ্রম) পদে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব সিদ্দিকুর রহমান। পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের যুগ্মপ্রধান জুবাইদা মান্নানকে ওমানের মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহমুদুর রহমান সৌদি আরবের রিয়াদে বাংলাদেশের মিনিস্টার (শ্রম) পদে নিয়োজিত হয়েছেন।
কুয়েতের বাংলাদেশ দূতাবাসে কাউন্সেলর (শ্রম) পদে থাকবেন পরিকল্পনা কমিশনের উপপ্রধান এস. এম. সাইফুর রহমান। পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মেহরুবা ইসলাম ইতালির মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (শ্রম) হিসেবে কাজ করবেন। সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতাকে সুইজারল্যান্ডের জেনেভায় প্রথম সচিব (শ্রম) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (শ্রম) পদে নিযুক্ত হয়েছেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান। আরিফ ফয়সাল খান আবুধাবির সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব (শ্রম) হিসেবে দায়িত্ব পাবেন। ফারাহ তানজিলা মতিন সিঙ্গাপুরে, নুর আহমেদ মাছুম অস্ট্রেলিয়ার ক্যানবেরায়, শোয়াইব আহমেদ কাতারের দোহায়, এবং মার্জিয়া সুলতানা গ্রিসের এথেন্সে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) হিসেবে দায়িত্ব পালন করবেন।
জহির ইমাম থাইল্যান্ডের ব্যাংককে, মাহিদ-আল হাসান স্পেনের মাদ্রিদে, বেলাল হোসেন মিশরের কায়রোতে, মুহাম্মদ ইসমাঈল রাশিয়ার মস্কোতে এবং এ এইচ ইরফান উদ্দিন আহমেদ রোমানিয়ার বুখারেস্টে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই পদান্তর অবিলম্বে কার্যকর হবে। দেশের শ্রমবাজারের উন্নয়ন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে দূতাবাস পর্যায়ে কার্যকর নেতৃত্ব ও তৎপরতা বৃদ্ধিই মূল লক্ষ্য। বিদেশে নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তারা বাংলাদেশের প্রবাসী সম্প্রদায় ও শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ ধরনের পদান্তর ও নিয়োগের মাধ্যমে সরকার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের কর্মসংস্থান নীতি ও প্রবাসী কল্যাণ নীতিকে আরও শক্তিশালী করতে চাইছে। কর্মকর্তাদের বৈদেশিক অভিজ্ঞতা দেশের শ্রমনীতি ও প্রবাসী কল্যাণ কর্মসূচিতে নতুন দিকনির্দেশনা যোগ করবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
বাংলাবার্তা/এমএইচ