
ছবি: সংগৃহীত
জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান শুধু তার কণ্ঠ আর অভিনয় দিয়েই নয়, বরং ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত দিয়েও ভক্তদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। আর তার সঙ্গে যোগ দিয়েছেন স্ত্রী রোজা আহমেদ, যিনি আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন স্বনামধন্য মেকআপ আর্টিস্ট হিসেবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের রোমান্টিক মুহূর্ত শেয়ার করা মানেই তা ভক্তদের মধ্যে ঝড় তোলে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
সম্প্রতি রোজা তার ফেসবুকে তাহসানের জনপ্রিয় একটি গানের অংশ জুড়ে দিয়ে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন। ছবিগুলোতে গোলাপি আভায় রোমান্টিক এক আবহ তৈরি হয়েছে। রোজার চোখ বন্ধ, মুখে এক ধরনের প্রশান্তি আর আবেশ, আর তাহসানও একই রঙের পোশাকে যেন মিশে গেছেন সেই আবহে। মুহূর্তেই ছবিগুলো ভক্তদের মাঝে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সাড়া ফেলে।
রোজা তার ক্যাপশনে লিখেছেন— “বৃত্তের ভেতর শুধু তুমি আছো”। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ভালোবাসার ইমোজি। সংক্ষিপ্ত এই ক্যাপশনেই যেন প্রকাশ পেয়েছে তাদের সম্পর্কের গভীরতা। ভক্তদের অনেকেই মনে করছেন, তাহসান-রোজার এই রোমান্টিক মুহূর্ত তাদের ব্যক্তিগত জীবনের সুখ এবং বোঝাপড়ার এক প্রতীক।
বিয়ের পর থেকেই রোজা ভক্তদের মাঝে একের পর এক নতুন লুকে হাজির হচ্ছেন। একবার হালকা গোলাপি রঙে পুতুলবেশে, আবার কখনও ঐতিহ্যবাহী শাড়িতে গর্জিয়াস লুকে। প্রতিটি ছবিতেই মুগ্ধ হয়েছেন ভক্তরা। এবার গোলাপি পোশাকে তাহসানের সঙ্গে তার রোমান্টিক মুহূর্ত যেন নতুন মাত্রা যোগ করেছে।
রোজা আহমেদের বেড়ে ওঠা ও পড়াশোনার গল্পও অনুপ্রেরণাদায়ী। তিনি কসমেটোলজিতে পড়াশোনা করেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে। পড়াশোনা শেষে পেশাগত লাইসেন্স নিয়ে নিউ ইয়র্কের কুইন্স এলাকায় প্রতিষ্ঠা করেছেন নিজের মেকআপ প্রতিষ্ঠান রোজাস ব্রাইডাল মেকওভার। সেখানে তিনি শুধু কনে সাজিয়েই থেমে থাকেননি, বরং নারীদের প্রশিক্ষণ দিয়ে তাদের উদ্যোক্তা হতে সহায়তা করছেন।
রোজা এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে সমানভাবে কাজ করছেন। ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে তার রয়েছে বিশেষ খ্যাতি। অনেক আন্তর্জাতিক ফ্যাশন শো, ওয়ার্কশপ এবং প্রশিক্ষণ সেশনে অংশ নিয়ে তিনি নিজেকে মেকআপ ইন্ডাস্ট্রির শীর্ষ সারির একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বাংলাদেশের তরুণ মেকআপ আর্টিস্টদের কাছেও তিনি একজন মেন্টর।
বিয়ের পর থেকেই তাহসান ও রোজা একসঙ্গে দেশ-বিদেশ ভ্রমণ করছেন। কখনও ইউরোপের ঐতিহাসিক শহরগুলোতে, কখনও সমুদ্রতটে—প্রতিটি ভ্রমণেই ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে মুহূর্তগুলো ভাগাভাগি করছেন তারা। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের উপস্থিতি এখন ভক্তদের জন্য এক ধরনের অনুপ্রেরণা হয়ে উঠেছে।
তাহসানের গানের লাইন আর রোজার রোমান্টিক ছবি সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ বলছেন—এ যেন ভালোবাসার এক শিল্পিত প্রকাশ। অনেকে আবার মন্তব্য করেছেন, “তাহসানের গানের সঙ্গে রোজার ছবি—পারফেক্ট কম্বিনেশন।”
শিল্পী তাহসান ও আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট রোজার যুগলবন্দী যেন ভক্তদের জন্য এক বিশেষ উপহার। তাদের একসঙ্গে কাটানো মুহূর্ত, ছবির আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসা, আর জীবনের প্রতিটি ধাপে একে অপরকে সমর্থন করার দৃশ্য ভক্তদের মন ছুঁয়ে যাচ্ছে। এই দম্পতির নতুন ছবি প্রমাণ করে, ভালোবাসা শুধু গানেই নয়, জীবনের প্রতিটি পরতে প্রতিফলিত হয়।
বাংলাবার্তা/এমএইচ