
ফাইল ছবি
সত্য প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ স্লোগানে জনগণের কথা বলতে এসেছে নতুন ধারার অনলাইন নিউজপোর্টাল বাংলাবার্তাবিডি.কম।
নিউজপোর্টালটির সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক।
পদের নাম : জেলা প্রতিনিধি
ডিপার্টমেন্ট : নিউজ
চাকরির ধরন : ফুলটাইম
বেতন : আলোচনা সাপেক্ষে
কর্মস্থল : নিজ জেলা
দায়িত্বসমূহ :
১. জাতীয় সমসাময়িক ঘটনা সম্পর্কে অবগত থাকা।
২. সাংবাদিকতা পেশার নৈতিক নিয়মাবলি মেনে চলা।
৩. কর্মক্ষেত্রে সবার সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা।
৪. সহজ ভাষায় প্রতিবেদন তৈরি করা এবং দ্রুততম সময়ের ভেতরে তা প্রেরণ করা।
৫. নতুন বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকা।
৬. যে কোনো পর্যায়ের ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখা।
৭. পোর্টালটির ফেসবুক বা ইউিটউব চ্যানেলে বড় কোনো ঘটনা বা দুর্ঘটনার সরাসরি সম্প্রচারের সক্ষমতা থাকা।
শিক্ষাগত যোগ্যতা : আগ্রহী প্রার্থীকে ইউজিসি অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমান পাস হতে হবে।
অন্য যোগ্যতা :
১. আগ্রহী প্রার্থীর উচ্চারণ অবশ্যই শুদ্ধ হতে হবে।
২. সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এক্ষেত্রে জেলা সদরের বাসিন্দাদের অগ্রাধিকার দেয়া হবে।
৩. আগ্রহী প্রার্থীকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে।
৪. বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই দক্ষতা থাকতে হবে।
৫. দেশের সমসাময়িক ঘটনা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
৬. আগ্রহী প্রার্থীর বয়স ২২ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে (অভিজ্ঞদের বয়স শিথিলযোগ্য) ।
আবেদন জমা দেয়ার নিয়ম : আগ্রহী প্রার্থীদের আগামী ১০ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে নিচের মেইলে জীবনবৃত্তান্ত (সিভি) পাঠাতে হবে। ইমেইল : [email protected]